লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার পুলিশের উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে (আশরাফ উদ্দিন রাজন রাজু) প্রধান করে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরঠিকা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, কয়েকটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ধরতে পুলিশ চরঠিকায় যায়। এ সময় তাঁকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ২২৭ জনকে আসামি করা হয়েছে। নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গতকাল শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাজুর কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাজুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার পুলিশের উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে (আশরাফ উদ্দিন রাজন রাজু) প্রধান করে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরঠিকা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, কয়েকটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ধরতে পুলিশ চরঠিকায় যায়। এ সময় তাঁকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ২২৭ জনকে আসামি করা হয়েছে। নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গতকাল শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাজুর কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাজুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১৩ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে