লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা এম সজীব মারা গেছেন। ঘটনার চার দিন পর গতকাল মঙ্গলবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে এর প্রতিবাদে চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত এম সজীব পাঁচপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী ছিলেন।
এদিকে শুক্রবার রাতে থানা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু ও সাধারণ সম্পাদক তাজল ইসলাম তাজুসহ ১১ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের কর্মী বাবু ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে পেরেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শরীফ বলেন, এম সজীব ছাত্রলীগের নেতা ছিলেন। তাঁকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করা না পর্যন্ত ছাত্রলীগ ঘরে ফিরে যাবে না। আন্দোলন চলবে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মঙ্গলবার ভোররাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রলীগ নেতা সজীব। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জের পাঁচপাড়া যদির পুকুরপাড় এলাকায় এম সজীব, ছাত্রলীগের কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় এবং রাফি বসে আড্ডা দিচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তাঁদের ওপর অতর্কিত হামলা করে কোপানো ও এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে চারজনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর এম সজীবকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আবদুর রহমান অনিককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। অনিকের গ্রেপ্তারের পেছনে মাসুদের অনুসারী এম সজীবের ইন্ধন রয়েছে বলে অভিযোগ ওঠে। এই বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা এম সজীব মারা গেছেন। ঘটনার চার দিন পর গতকাল মঙ্গলবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে এর প্রতিবাদে চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত এম সজীব পাঁচপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী ছিলেন।
এদিকে শুক্রবার রাতে থানা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলু ও সাধারণ সম্পাদক তাজল ইসলাম তাজুসহ ১১ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সকালে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের কর্মী বাবু ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে পেরেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শরীফ বলেন, এম সজীব ছাত্রলীগের নেতা ছিলেন। তাঁকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করা না পর্যন্ত ছাত্রলীগ ঘরে ফিরে যাবে না। আন্দোলন চলবে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মঙ্গলবার ভোররাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্রলীগ নেতা সজীব। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জের পাঁচপাড়া যদির পুকুরপাড় এলাকায় এম সজীব, ছাত্রলীগের কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় এবং রাফি বসে আড্ডা দিচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তাঁদের ওপর অতর্কিত হামলা করে কোপানো ও এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে চারজনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর এম সজীবকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আবদুর রহমান অনিককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। অনিকের গ্রেপ্তারের পেছনে মাসুদের অনুসারী এম সজীবের ইন্ধন রয়েছে বলে অভিযোগ ওঠে। এই বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে