লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা মো. মিলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই গতকাল বৃহস্পতিবার মিলাদ হোসেনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।
পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কমলনগর থানার পুলিশ।
পুলিশ বলছে, তিন বছর আগে কিশোরীর মায়ের (স্বামী-পরিত্যক্তা) সঙ্গে সোনাইমুড়ী এলাকার নুরুল হকের ছেলে মিলাদ হোসেনের বিয়ে হয়। এরপর থেকে অভিযুক্ত মিলাদ ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকেন। গত বুধবার সকালে তাঁর স্ত্রী বোনের বাড়িতে বেড়াতে যান। ওই রাতে জুসের সঙ্গে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দেন মিলাদ। পরে অচেতন হয়ে পড়লে তিনি তরুণীকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্রও ধারণ করেন। পরে সকালে কিশোরীর মামি তাকে ডাকাডাকি করলে কিশোরী দরজা খুলে দেয়। কিন্তু এ সময় বিবস্ত্র অবস্থায় দেখে তার মামি স্থানীয় গণ্যমান্যদের জানালে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে মিলাদকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী কিশোরীর খালা বলেন, ‘অনেকক্ষণ ডাকাডাকির পর আমার ভাগনি দরজা খোলে। কিন্তু সে বিবস্ত্র অবস্থায় ছিল। সৎবাবা তার সর্বনাশ করেছে। এর আগে বড় ভাগনিকেও মিলাদ যৌন হয়রানি করেছে। কিন্তু মিলাদের নির্যাতনের ভয়ে আমার বোন তা প্রকাশ করেনি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার ভাইয়ের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।’

লক্ষ্মীপুরের কমলনগরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা মো. মিলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই গতকাল বৃহস্পতিবার মিলাদ হোসেনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।
পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কমলনগর থানার পুলিশ।
পুলিশ বলছে, তিন বছর আগে কিশোরীর মায়ের (স্বামী-পরিত্যক্তা) সঙ্গে সোনাইমুড়ী এলাকার নুরুল হকের ছেলে মিলাদ হোসেনের বিয়ে হয়। এরপর থেকে অভিযুক্ত মিলাদ ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকেন। গত বুধবার সকালে তাঁর স্ত্রী বোনের বাড়িতে বেড়াতে যান। ওই রাতে জুসের সঙ্গে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দেন মিলাদ। পরে অচেতন হয়ে পড়লে তিনি তরুণীকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্রও ধারণ করেন। পরে সকালে কিশোরীর মামি তাকে ডাকাডাকি করলে কিশোরী দরজা খুলে দেয়। কিন্তু এ সময় বিবস্ত্র অবস্থায় দেখে তার মামি স্থানীয় গণ্যমান্যদের জানালে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে মিলাদকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী কিশোরীর খালা বলেন, ‘অনেকক্ষণ ডাকাডাকির পর আমার ভাগনি দরজা খোলে। কিন্তু সে বিবস্ত্র অবস্থায় ছিল। সৎবাবা তার সর্বনাশ করেছে। এর আগে বড় ভাগনিকেও মিলাদ যৌন হয়রানি করেছে। কিন্তু মিলাদের নির্যাতনের ভয়ে আমার বোন তা প্রকাশ করেনি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার ভাইয়ের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।’

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৪ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২৩ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩৩ মিনিট আগে