লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত ১টার দিকে আবদুল্লাহ আল নোমানের বড় ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন।
মামলায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আরও ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫ জনকে আসামি করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই জিহাদীসহ অন্য আসামিরা ধরা পড়বে বলে আশা করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে চেপে পোদ্দার বাজার থেকে নাগের হাটে যাচ্ছিলেন যুবলীগের নেতা নোমান ও তাঁর সহযোগী ছাত্রলীগ নেতা রাকিব ইমাম। পশ্চিম বাজার এলাকার ব্রিজের পাশে পৌঁছালে অস্ত্রধারী ব্যক্তিরা তাঁদের গতি রোধ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলে মারা যান।
গুরুতর আহত রাকিব ইমামকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মারা যান। গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতালে নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত শেষ করা হয়। পরে বিকেল ৫টার দিকে বশিকপুর আলীয় মাদ্রাসার সামনের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁদের।

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত ১টার দিকে আবদুল্লাহ আল নোমানের বড় ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন।
মামলায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আরও ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫ জনকে আসামি করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই জিহাদীসহ অন্য আসামিরা ধরা পড়বে বলে আশা করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে চেপে পোদ্দার বাজার থেকে নাগের হাটে যাচ্ছিলেন যুবলীগের নেতা নোমান ও তাঁর সহযোগী ছাত্রলীগ নেতা রাকিব ইমাম। পশ্চিম বাজার এলাকার ব্রিজের পাশে পৌঁছালে অস্ত্রধারী ব্যক্তিরা তাঁদের গতি রোধ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলে মারা যান।
গুরুতর আহত রাকিব ইমামকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মারা যান। গতকাল বুধবার দুপুরে সদর হাসপাতালে নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত শেষ করা হয়। পরে বিকেল ৫টার দিকে বশিকপুর আলীয় মাদ্রাসার সামনের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁদের।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে