লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।’
এ ছাড়া গতকাল রোববার ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যার চেষ্টার মামলা করা হয়। আহত যুবদল নেতার শ্বশুর হাজি হোসেন আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। গত শনিবার রাতে মিরিকপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন জাকির হোসেনের গতিরোধ করেন।
একপর্যায়ে জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তাঁরা। পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে।’
এ ছাড়া গতকাল রোববার ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যার চেষ্টার মামলা করা হয়। আহত যুবদল নেতার শ্বশুর হাজি হোসেন আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। গত শনিবার রাতে মিরিকপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন জাকির হোসেনের গতিরোধ করেন।
একপর্যায়ে জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন তাঁরা। পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
৩০ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে