রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের মা মাহবুবা সুলতানা (২৬)। আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় নিহত হন তিনি।
এ দুর্ঘটনায় মারাত্মক গুরুতর আহত অবস্থায় নিহতের বাবা মাহবুব আলম ও সিএনজি অটোরিকশা চালককে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন। নিহত মাহবুবা সুলতানা রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী।
স্থানীয়রা বলছে, লক্ষ্মীপুর থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে। অপর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মাহাবুবা সুলতানার দেবর ইয়াসিন আরাফাত বলেন, ‘সকালে আমার ভাবি তাঁর বাবার সাথে পরীক্ষা দিতে যায়। তারপর আমরা দুর্ঘটনার খবর জানতে পারি।’
এ বিষয়ে রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের মা মাহবুবা সুলতানা (২৬)। আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় নিহত হন তিনি।
এ দুর্ঘটনায় মারাত্মক গুরুতর আহত অবস্থায় নিহতের বাবা মাহবুব আলম ও সিএনজি অটোরিকশা চালককে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন। নিহত মাহবুবা সুলতানা রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী।
স্থানীয়রা বলছে, লক্ষ্মীপুর থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে। অপর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মাহাবুবা সুলতানার দেবর ইয়াসিন আরাফাত বলেন, ‘সকালে আমার ভাবি তাঁর বাবার সাথে পরীক্ষা দিতে যায়। তারপর আমরা দুর্ঘটনার খবর জানতে পারি।’
এ বিষয়ে রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
২ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে