রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের মা মাহবুবা সুলতানা (২৬)। আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় নিহত হন তিনি।
এ দুর্ঘটনায় মারাত্মক গুরুতর আহত অবস্থায় নিহতের বাবা মাহবুব আলম ও সিএনজি অটোরিকশা চালককে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন। নিহত মাহবুবা সুলতানা রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী।
স্থানীয়রা বলছে, লক্ষ্মীপুর থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে। অপর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মাহাবুবা সুলতানার দেবর ইয়াসিন আরাফাত বলেন, ‘সকালে আমার ভাবি তাঁর বাবার সাথে পরীক্ষা দিতে যায়। তারপর আমরা দুর্ঘটনার খবর জানতে পারি।’
এ বিষয়ে রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

লক্ষ্মীপুরে একটি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে বাবার সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের মা মাহবুবা সুলতানা (২৬)। আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর শাহী জামে মসজিদের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় নিহত হন তিনি।
এ দুর্ঘটনায় মারাত্মক গুরুতর আহত অবস্থায় নিহতের বাবা মাহবুব আলম ও সিএনজি অটোরিকশা চালককে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন। নিহত মাহবুবা সুলতানা রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ আলমের স্ত্রী।
স্থানীয়রা বলছে, লক্ষ্মীপুর থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালক দক্ষিণ হাজীপুর মসজিদের সামনের মোড়ে এসে সড়কের ডানপাশে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাহাবুবা সুলতানার মৃত্যু হয়েছে। অপর আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মাহাবুবা সুলতানার দেবর ইয়াসিন আরাফাত বলেন, ‘সকালে আমার ভাবি তাঁর বাবার সাথে পরীক্ষা দিতে যায়। তারপর আমরা দুর্ঘটনার খবর জানতে পারি।’
এ বিষয়ে রামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের আত্মীয়দের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভেজাল গুড় বিক্রি ও খাদ্যে ভেজাল থাকার অভিযোগে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও বাজার স্টেশন এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভেজাল প্রমাণিত হওয়ায় সাত শতাধিক কেজি গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
৯ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে শাহানুর খান মিলন নামের এক ব্যবসায়ীর বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ওই ব্যবসায়ীর স্ত্রী তাসলিমা বেগম আদমদীঘি থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি গুলি, ৩ বোতল ফেনসিডিল ও ৭টি ইয়াবা।
২৭ মিনিট আগে
ফাঁদে আটকা পড়ার কারণে বাঘটির বাম পায়ের শিরা ও নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রক্ত চলাচল বন্ধ ছিল। বয়স্ক হওয়ায় বাঘটি তার স্বাভাবিক শক্তি হারিয়েছে। বাঘটিকে স্বাভাবিক ও সুস্থ করতে সব ধরনের চিকিৎসাসেবা দিচ্ছেন বন্য প্রাণী চিকিৎসকেরা।
৩৬ মিনিট আগে