দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চককৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষকালে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সানজিদ হোসেন ও আব্দুল জাব্বারের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় সানজিদের সদ্য কেনা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় তাঁর তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়ভাবে জানা গেছে, জাব্বার বিএনপির কর্মী আকবর আলীর ছেলে এবং সানজিদ আওয়ামী লীগের সমর্থক সাদমান হোসেনের ছেলে।
সানজিদ বলেন, ‘আব্দুল জাব্বার অনেক দিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে তাঁর নেতৃত্বে একদল লোক আমার বাড়িতে হামলা চালান। তাঁরা লুটপাট চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন।’
অন্যদিকে জাব্বার পাল্টা অভিযোগ করেন, ‘চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সানজিদ আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরে কথা না রাখায় শুক্রবার সন্ধ্যায় টাকা ফেরত চাইলে তিনি আমাকে মারধর করেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত লোকজন তাঁর বাড়িতে রাতে হামলা চালান।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি মাইক্রোবাসে আগুন দেওয়া ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চককৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষকালে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সানজিদ হোসেন ও আব্দুল জাব্বারের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় সানজিদের সদ্য কেনা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় তাঁর তিনটি মোটরসাইকেল। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়ভাবে জানা গেছে, জাব্বার বিএনপির কর্মী আকবর আলীর ছেলে এবং সানজিদ আওয়ামী লীগের সমর্থক সাদমান হোসেনের ছেলে।
সানজিদ বলেন, ‘আব্দুল জাব্বার অনেক দিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় শুক্রবার রাতে তাঁর নেতৃত্বে একদল লোক আমার বাড়িতে হামলা চালান। তাঁরা লুটপাট চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন।’
অন্যদিকে জাব্বার পাল্টা অভিযোগ করেন, ‘চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সানজিদ আমার পরিচিত কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরে কথা না রাখায় শুক্রবার সন্ধ্যায় টাকা ফেরত চাইলে তিনি আমাকে মারধর করেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজিত লোকজন তাঁর বাড়িতে রাতে হামলা চালান।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি একটি মাইক্রোবাসে আগুন দেওয়া ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৩১ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪৩ মিনিট আগে