কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর বনগ্রামের কৃষক রেজাউলকে কুপিয়ে হত্যার অপরাধে ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঘটনার ১৬ বছর পর আজ সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-১ বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার অপর ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রামের উজ্জ্বল শেখ (৫১), সেজ্জাত প্রকাশ সুজাত শেখ (৪১), সুজন শেখ (৩৯), আব্দুল গফুর শেখ (৬১) এবং জালাল উদ্দিন শেখ (৫৪)। এর মধ্যে উজ্জ্বল শেখ, সেজ্জাত প্রকাশ সুজাত শেখ, সুজন শেখ পলাতক রয়েছেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত ৫ আসামির মধ্যে আব্দুল গফুর ও জালাল উদ্দিনসহ মামলা থেকে খালাস পাওয়া ৭ জন উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাঝগ্রামের কৃষক আফিল উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাল উদ্দিন স্থানীয় ফসলি মাঠে একটি সেচযন্ত্র পরিচালনা করত। জমিতে সেচ দেওয়াসহ জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে এই মামলার আসামিদের বিরোধ ছিল। ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে সেচযন্ত্র চালু করার জন্য মাঠে যাওয়ার পথে আসামিরা জামাল উদ্দিন ও তাঁর ভাগনে রেজাউলকে কুপিয়ে আহত করে।
পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নেওয়া হলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিন আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে দীর্ঘ শুনানি শেষে ৫ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত রায় ঘোষণা করেন।

কুষ্টিয়ার কুমারখালীর বনগ্রামের কৃষক রেজাউলকে কুপিয়ে হত্যার অপরাধে ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঘটনার ১৬ বছর পর আজ সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের-১ বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলার অপর ৭ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাঝগ্রামের উজ্জ্বল শেখ (৫১), সেজ্জাত প্রকাশ সুজাত শেখ (৪১), সুজন শেখ (৩৯), আব্দুল গফুর শেখ (৬১) এবং জালাল উদ্দিন শেখ (৫৪)। এর মধ্যে উজ্জ্বল শেখ, সেজ্জাত প্রকাশ সুজাত শেখ, সুজন শেখ পলাতক রয়েছেন।
রায় ঘোষণার সময় দণ্ডিত ৫ আসামির মধ্যে আব্দুল গফুর ও জালাল উদ্দিনসহ মামলা থেকে খালাস পাওয়া ৭ জন উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাঝগ্রামের কৃষক আফিল উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাল উদ্দিন স্থানীয় ফসলি মাঠে একটি সেচযন্ত্র পরিচালনা করত। জমিতে সেচ দেওয়াসহ জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে এই মামলার আসামিদের বিরোধ ছিল। ২০০৭ সালের ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে সেচযন্ত্র চালু করার জন্য মাঠে যাওয়ার পথে আসামিরা জামাল উদ্দিন ও তাঁর ভাগনে রেজাউলকে কুপিয়ে আহত করে।
পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নেওয়া হলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিন আফিল উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ৭ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে দীর্ঘ শুনানি শেষে ৫ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ আদালত রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে