ইবি প্রতিনিধি

পোষ্য কোটায় ভর্তির শর্ত শিথিল করাসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। তবে, কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদ উত্তোলন, চিকিৎসা ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা অব্যাহত থাকবে।
এদিকে আজ (রোববার) উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনকারীরা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য–সহযোগিতা না করার ঘোষণা দেন। এর আগে একই দাবিতে জুলাই মাসেও টানা ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা করে কর্মকর্তারা।
দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীদের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।
এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে।’
সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।’

পোষ্য কোটায় ভর্তির শর্ত শিথিল করাসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। তবে, কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদ উত্তোলন, চিকিৎসা ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা অব্যাহত থাকবে।
এদিকে আজ (রোববার) উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনকারীরা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য–সহযোগিতা না করার ঘোষণা দেন। এর আগে একই দাবিতে জুলাই মাসেও টানা ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা করে কর্মকর্তারা।
দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীদের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।
এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে।’
সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
১০ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আনন্দবাজার এলাকার নালা (ড্রেন) থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পকেটে পাওয়া একটি চাবি থেকে পুলিশ ধারণা করছে, লোকটি অটোরিকশাচালক ছিলেন।
১৯ মিনিট আগে