ইবি প্রতিনিধি

পোষ্য কোটায় ভর্তির শর্ত শিথিল করাসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। তবে, কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদ উত্তোলন, চিকিৎসা ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা অব্যাহত থাকবে।
এদিকে আজ (রোববার) উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনকারীরা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য–সহযোগিতা না করার ঘোষণা দেন। এর আগে একই দাবিতে জুলাই মাসেও টানা ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা করে কর্মকর্তারা।
দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীদের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।
এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে।’
সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।’

পোষ্য কোটায় ভর্তির শর্ত শিথিল করাসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। তবে, কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদ উত্তোলন, চিকিৎসা ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা অব্যাহত থাকবে।
এদিকে আজ (রোববার) উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনকারীরা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য–সহযোগিতা না করার ঘোষণা দেন। এর আগে একই দাবিতে জুলাই মাসেও টানা ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা করে কর্মকর্তারা।
দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীদের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।
এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে।’
সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে