প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

কঠোর লকডাউন উপেক্ষা করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট সরদারটারী গ্রামে ঈদ উপলক্ষে আনন্দ মেলা হয়েছে। গত শনিবার বেলা ৩টায় ভূরুঙ্গামারী মাদারগঞ্জ সড়কের পাশে এ মেলার আয়োজন করা হয়।
জানা যায়, আনন্দ মেলার আয়োজন ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে এলাকাটিতে। কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই ছিল না সেখানে। আয়োজনে বয়স্কদের দড়ি টানাটানি, যুবকদের টায়ার টানাটানি, হাঁড়িভাঙাসহ গ্রামীণ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে ঘটা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে জয়ীদের পুরস্কারও দেওয়া হয়। এসব খেলাধুলা দেখতে আশপাশের গ্রামের নানান বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত পথচারীর ভিড় জমে। সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। করোনার সময়ে এ রকম জনসমাগম সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে।
ওই গ্রামের বাসিন্দা এবং আয়োজকদের একজন এনামুল হক বলেন, ‘এ সময়ে মেলার আয়োজন করাটা ভুল হয়েছে। তবে আমি আয়োজনে ছিলাম না। গ্রামের উঠতি বয়সী কিছু যুবক এটা করেছে। পরে আমি এই আয়োজন দ্রুত শেষ করতে বলি।’
কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, ‘আয়োজনটির বিষয়ে আগে থেকে জানতাম না এবং আমি অতিথিও ছিলাম না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেলাধুলাসহ সব আয়োজন বন্ধ করে দিই।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ‘ঈদ আনন্দ উৎসব সম্পর্কে কেউ আমাকে অবগত করেনি। বিষয়টি সম্পর্কে জানলে ব্যবস্থা গ্রহণ করতাম।’
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, এ-সম্পর্কে তাঁর জানা ছিল না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে, সেটা বাস্তবায়ন করবেন।

কঠোর লকডাউন উপেক্ষা করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলেরহাট সরদারটারী গ্রামে ঈদ উপলক্ষে আনন্দ মেলা হয়েছে। গত শনিবার বেলা ৩টায় ভূরুঙ্গামারী মাদারগঞ্জ সড়কের পাশে এ মেলার আয়োজন করা হয়।
জানা যায়, আনন্দ মেলার আয়োজন ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে এলাকাটিতে। কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই ছিল না সেখানে। আয়োজনে বয়স্কদের দড়ি টানাটানি, যুবকদের টায়ার টানাটানি, হাঁড়িভাঙাসহ গ্রামীণ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। খেলা শেষে ঘটা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে জয়ীদের পুরস্কারও দেওয়া হয়। এসব খেলাধুলা দেখতে আশপাশের গ্রামের নানান বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত পথচারীর ভিড় জমে। সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। করোনার সময়ে এ রকম জনসমাগম সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে।
ওই গ্রামের বাসিন্দা এবং আয়োজকদের একজন এনামুল হক বলেন, ‘এ সময়ে মেলার আয়োজন করাটা ভুল হয়েছে। তবে আমি আয়োজনে ছিলাম না। গ্রামের উঠতি বয়সী কিছু যুবক এটা করেছে। পরে আমি এই আয়োজন দ্রুত শেষ করতে বলি।’
কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, ‘আয়োজনটির বিষয়ে আগে থেকে জানতাম না এবং আমি অতিথিও ছিলাম না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেলাধুলাসহ সব আয়োজন বন্ধ করে দিই।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ‘ঈদ আনন্দ উৎসব সম্পর্কে কেউ আমাকে অবগত করেনি। বিষয়টি সম্পর্কে জানলে ব্যবস্থা গ্রহণ করতাম।’
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম জানান, এ-সম্পর্কে তাঁর জানা ছিল না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে, সেটা বাস্তবায়ন করবেন।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৪ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে