নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কিশোরগঞ্জে পালিত হয়েছে কি হয়নি তা নিয়ে চলছে নানা আলোচনা। হরতাল সেখানে হয়নি বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিশোরগঞ্জেও পালিত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি হরতালের কিছু ছবিও দিয়েছেন।
সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে পুলিশ এবং প্রসাশন কিশোরগঞ্জে বাম জোটের নেতাকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করেছে ৷ কিন্তু তবুও কিশোরগঞ্জে আমারদের নেতাকর্মীরা হরতাল পালন করেছে ৷ কিশোরগঞ্জের জনগণও এই হরতালে সমর্থন জানিয়েছে।’
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে অতিরিক্ত নিরাপত্তার কথা বলে আমাদের নেতাদের অফিসের মধ্যেই পুলিশ অবরোধ করে রেখেছিল। তবুও অফিসের আশপাশের এলাকায় বাম জোটের নেতাকর্মীরা হরতাল পালন করেছে।’
রাষ্ট্রপতি কেবল আওয়ামি লীগের রাষ্ট্রপতি নন, তিনি দেশের রাষ্ট্রপতি এই বিবেচনা নিয়ে জনদাবির হরতালে সমর্থন দিয়ে রাষ্ট্রপতি তাঁর সফর স্থগিত করতে পারতেন জানিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রব্যমূল্য কমানোর দাবিটি জনদাবি। রাষ্ট্রপতির এই দাবির প্রতি সমর্থন জানানো উচিত ছিল। কিন্তু তা না করে রাষ্ট্রপতির সফরের কথা বলে জনগণের সাংবিধানিক অধিকার বাঁধাগ্রস্ত করা হয়েছে।’
কিশোরগঞ্জের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমি বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রসাশনের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কোন রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। তবুও আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম।’
বেলা ১০টার পর পুলিশ হরতাল পালনে বাঁধা দেয় জানিয়ে আবদুর রহমান রুমি বলেন, ‘হরতালে বাঁধা দিলে আমরা কিশোরগঞ্জ সদরের গৌড়াঙ্গ বাজারের কমিউনিস্ট পার্টির অফিসে অবস্থান করি। বেলা ১২টা পর্যন্ত পুলিশ সেখানে আমাদের অবরুদ্ধ করে রাখে। আমরা শান্তিপূর্ণ হরতাল পালনের কথা বলেছিলাম, রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোন সংঘর্ষে জড়াতে চাইনি ৷ কিন্তু তার মানে এই নয় কিশোরগঞ্জে হরতাল পালন হয়নি। কিশোরগঞ্জে হরতাল পালন না হওয়ার খবরটি সত্য নয়।’

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কিশোরগঞ্জে পালিত হয়েছে কি হয়নি তা নিয়ে চলছে নানা আলোচনা। হরতাল সেখানে হয়নি বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিশোরগঞ্জেও পালিত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি হরতালের কিছু ছবিও দিয়েছেন।
সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে পুলিশ এবং প্রসাশন কিশোরগঞ্জে বাম জোটের নেতাকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করেছে ৷ কিন্তু তবুও কিশোরগঞ্জে আমারদের নেতাকর্মীরা হরতাল পালন করেছে ৷ কিশোরগঞ্জের জনগণও এই হরতালে সমর্থন জানিয়েছে।’
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে অতিরিক্ত নিরাপত্তার কথা বলে আমাদের নেতাদের অফিসের মধ্যেই পুলিশ অবরোধ করে রেখেছিল। তবুও অফিসের আশপাশের এলাকায় বাম জোটের নেতাকর্মীরা হরতাল পালন করেছে।’
রাষ্ট্রপতি কেবল আওয়ামি লীগের রাষ্ট্রপতি নন, তিনি দেশের রাষ্ট্রপতি এই বিবেচনা নিয়ে জনদাবির হরতালে সমর্থন দিয়ে রাষ্ট্রপতি তাঁর সফর স্থগিত করতে পারতেন জানিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রব্যমূল্য কমানোর দাবিটি জনদাবি। রাষ্ট্রপতির এই দাবির প্রতি সমর্থন জানানো উচিত ছিল। কিন্তু তা না করে রাষ্ট্রপতির সফরের কথা বলে জনগণের সাংবিধানিক অধিকার বাঁধাগ্রস্ত করা হয়েছে।’
কিশোরগঞ্জের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমি বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রসাশনের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কোন রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। তবুও আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম।’
বেলা ১০টার পর পুলিশ হরতাল পালনে বাঁধা দেয় জানিয়ে আবদুর রহমান রুমি বলেন, ‘হরতালে বাঁধা দিলে আমরা কিশোরগঞ্জ সদরের গৌড়াঙ্গ বাজারের কমিউনিস্ট পার্টির অফিসে অবস্থান করি। বেলা ১২টা পর্যন্ত পুলিশ সেখানে আমাদের অবরুদ্ধ করে রাখে। আমরা শান্তিপূর্ণ হরতাল পালনের কথা বলেছিলাম, রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোন সংঘর্ষে জড়াতে চাইনি ৷ কিন্তু তার মানে এই নয় কিশোরগঞ্জে হরতাল পালন হয়নি। কিশোরগঞ্জে হরতাল পালন না হওয়ার খবরটি সত্য নয়।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে