Ajker Patrika

নবজাতক মৃত্যুর ১ মাস পর মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নবজাতক মৃত্যুর ১ মাস পর মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মারুফা আক্তার (২৪) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। নিহত মারুফা আক্তার উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের মিনহাজ উদ্দিনের স্ত্রী। মিনহাজ উদ্দিন পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মিনহাজ উদ্দিন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে দেখতে পান বসতঘরের ভেতর থেকে দরজা লাগানো। পরে দরজা ভেঙে মারুফাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মিনহাজ। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফাকে মৃত বলে ঘোষণা করেন। এক মাস আগে এ দম্পতির নবজাতক মারা যান। এরপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মারুফা আক্তার। এ শোকেই সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত