কিশোরগঞ্জ প্রতিনিধি

‘ভোট চুরি ঠেকাতে চার পুলিশকে আহত করেছিলাম, ৭০ রাউন্ড গুলি রেখেছিলাম’ এমন বক্তব্যের ভাইরাল ভিডিওটি এডিটিং বলে দাবি করেছেন কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. মুজিবুর রহমান।
আজ বুধবার বৌলাই ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় মো. মুজিবুর রহমান বলেন, পুলিশকে আহত করে ৭০ রাউন্ড গুলি রেখে দেওয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি এডিট করে ছড়ানো হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভয়ভীতি দেখিয়ে ভোট নিতে এসব বক্তব্য দিয়েছেন তিনি। গত ইউপি নির্বাচনে পাটধা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের অস্ত্র–গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ মামলায় আদালতে জমা দেওয়া চার্জশিটের ১ নম্বর আসামি হচ্ছেন মো. মুজিবুর রহমান।
এ বিষয়ে বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সংবাদ সম্মেলন তো শাক দিয়ে মাছ ঢাকার মতো। পাটধা কুড়ের পাড় বডু মার্কেটে মুজিবুর মাইকে যে বক্তব্য দিয়েছেন তা শত শত মানুষ শুনেছে। বক্তব্য কি এডিট করা যায় নাকি! গত নির্বাচনে পুলিশকে আহত করে গুলি রেখে দেওয়ার কথা বলে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে যদি ভোটারদের ভয়ভীতি দেখানো হয়, তাহলে নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসবেন না। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই সম্পর্কে সবাই জানে। বক্তব্য দিতে গিয়ে সত্যি কথাটা মুজিবুরের মুখ ফসকে বেরিয়ে গেছে। এখন সংবাদ সম্মেলনের নাটক করছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান বলেন, ‘ভিডিও বক্তব্য আমি শুনেছি। বুধবার চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানকে নোটিশ করা হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরের দিন পর্যন্ত যেন আচরণবিধির লঙ্ঘন না করে নোটিশের মাধ্যমে সতর্ক করা হয়েছে। এরপরও যদি আচরণবিধি লঙ্ঘন করে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘যখন বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, তখন আমি ছিলাম না। তবে এইটুকু জানি মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।’
প্রসঙ্গত, বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন পদত্যাগ করায় পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। ২৭ জুলাই উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

‘ভোট চুরি ঠেকাতে চার পুলিশকে আহত করেছিলাম, ৭০ রাউন্ড গুলি রেখেছিলাম’ এমন বক্তব্যের ভাইরাল ভিডিওটি এডিটিং বলে দাবি করেছেন কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. মুজিবুর রহমান।
আজ বুধবার বৌলাই ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় মো. মুজিবুর রহমান বলেন, পুলিশকে আহত করে ৭০ রাউন্ড গুলি রেখে দেওয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি এডিট করে ছড়ানো হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভয়ভীতি দেখিয়ে ভোট নিতে এসব বক্তব্য দিয়েছেন তিনি। গত ইউপি নির্বাচনে পাটধা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের অস্ত্র–গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ মামলায় আদালতে জমা দেওয়া চার্জশিটের ১ নম্বর আসামি হচ্ছেন মো. মুজিবুর রহমান।
এ বিষয়ে বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সংবাদ সম্মেলন তো শাক দিয়ে মাছ ঢাকার মতো। পাটধা কুড়ের পাড় বডু মার্কেটে মুজিবুর মাইকে যে বক্তব্য দিয়েছেন তা শত শত মানুষ শুনেছে। বক্তব্য কি এডিট করা যায় নাকি! গত নির্বাচনে পুলিশকে আহত করে গুলি রেখে দেওয়ার কথা বলে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে যদি ভোটারদের ভয়ভীতি দেখানো হয়, তাহলে নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসবেন না। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই সম্পর্কে সবাই জানে। বক্তব্য দিতে গিয়ে সত্যি কথাটা মুজিবুরের মুখ ফসকে বেরিয়ে গেছে। এখন সংবাদ সম্মেলনের নাটক করছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান বলেন, ‘ভিডিও বক্তব্য আমি শুনেছি। বুধবার চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানকে নোটিশ করা হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরের দিন পর্যন্ত যেন আচরণবিধির লঙ্ঘন না করে নোটিশের মাধ্যমে সতর্ক করা হয়েছে। এরপরও যদি আচরণবিধি লঙ্ঘন করে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘যখন বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, তখন আমি ছিলাম না। তবে এইটুকু জানি মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।’
প্রসঙ্গত, বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন পদত্যাগ করায় পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। ২৭ জুলাই উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে