কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থী হন সিপিবি ও কৃষক সমিতির নেতা আবুল হাসিম (৭০)। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রহস্যজনকভাবে নিখোঁজের এক মাস দুই দিন পরও হদিস মিলছে না তাঁর। প্রতিপক্ষের কোনো লোকজনের হাতে তিনি অপহরণ, গুম কিংবা খুনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবার, স্বজন ও পার্টির নেতা-কর্মীরা।
নিহত হাসিম উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা মৃত শহর আলীর ছেলে। এ ঘটনায় ব্যাপক মাইকিং ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণার পাশাপাশি কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর ছোট ভাই আবদুর রহমান।
এ বিষয়ে জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, ইউপি নির্বাচন উপলক্ষে তাঁর গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ উপলক্ষে উপজেলা সদরে গিয়েছিলেন। এর পর থেকে তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, ওই জিডির সূত্র ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তবে তিনি মোবাইল ব্যবহার না করায় কিংবা তার সঙ্গে মোবাইল সেট না থাকায় স্ট্রেচ করা কঠিন হয়ে পড়েছে। সকল কিছু মাথায় রেখে তাঁর সন্ধান এবং উদ্ধারে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে চান্দপুর ইউনিয়নের চান্দপুর ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীন তেতুল তলা কেন্দ্রের নির্বাচনী ফলাফল বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থী হন সিপিবি ও কৃষক সমিতির নেতা আবুল হাসিম (৭০)। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রহস্যজনকভাবে নিখোঁজের এক মাস দুই দিন পরও হদিস মিলছে না তাঁর। প্রতিপক্ষের কোনো লোকজনের হাতে তিনি অপহরণ, গুম কিংবা খুনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন পরিবার, স্বজন ও পার্টির নেতা-কর্মীরা।
নিহত হাসিম উপজেলার চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা মৃত শহর আলীর ছেলে। এ ঘটনায় ব্যাপক মাইকিং ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণার পাশাপাশি কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর ছোট ভাই আবদুর রহমান।
এ বিষয়ে জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু জানান, ইউপি নির্বাচন উপলক্ষে তাঁর গ্রামের এক মেম্বার প্রার্থীর সঙ্গে গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ উপলক্ষে উপজেলা সদরে গিয়েছিলেন। এর পর থেকে তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, ওই জিডির সূত্র ধরে নিখোঁজ সিপিবি নেতা আবুল হাসিমকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তবে তিনি মোবাইল ব্যবহার না করায় কিংবা তার সঙ্গে মোবাইল সেট না থাকায় স্ট্রেচ করা কঠিন হয়ে পড়েছে। সকল কিছু মাথায় রেখে তাঁর সন্ধান এবং উদ্ধারে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে চান্দপুর ইউনিয়নের চান্দপুর ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীন তেতুল তলা কেন্দ্রের নির্বাচনী ফলাফল বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে