Ajker Patrika

বাজিতপুরে ১ লাখ মিটারের অবৈধ কারেন্ট জাল জব্দ, ২ বিক্রেতাকে জরিমানা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুরে ১ লাখ মিটারের অবৈধ কারেন্ট জাল জব্দ, ২ বিক্রেতাকে জরিমানা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ১ লাখ মিটারের অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়েছে। এই সময় দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে বাজিতপুর হিলচিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু মো. আশরাফ উদ্দৌলা বুলবুল ও বাজিতপুর থানা-পুলিশের একটি দল। 

বিষয়টি নিশ্চিত করেন ইউএনও শামীম হুসাইন। তিনি বলেন, ‘১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ওই এলাকার মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত আছে।’ 

উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, বাজিতপুর হিলচিয়া ইউনিয়নের দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ৫০০টি নতুন অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এই সময় অবৈধ কারেন্ট জাল বিক্রেতা পবিত্র দাসকে পাঁচ হাজার ও আনোয়ার হোসেনকে পাঁচ হাজার জরিমানা করা হয়। 

আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে হিলচিয়া বাজারে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত