Ajker Patrika

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে হত্যা মামলার ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে এ রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মজিবুর রহমান মীর (৬৫), হাবিবুর রহমান (৬৩), মুখলেছ (৩২), শামীম (৪০), আরিফ (৩১), রানা (২৫), আমিনুল (৩৭), আব্দুর রাশিদ (৫৫), ফাইজুল (৫০), মনির (২৯), শাহীন (৪০), হাদিস (৫০) ও কামরুল (২৯)। আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন এবং আসামি কামরুল পলাতক।

কিশোরগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমির সীমানা নির্ধারণ নিয়ে মামলার বাদী করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মীরপাড়া গ্রামের আইন উদ্দিনের সঙ্গে আসামি ফাইজুল ও হাদিসদের বিরোধ চলছিল। ২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে সীমানা নির্ধারণের জন্য বাদী জমিতে গেলে আসামিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় আসামিরা বাদীকে খুন ও জখমের হুমকি দেন। এর কিছুক্ষণ পর বাদীর বড় ভাই মনির মিয়া বাড়িতে আসার পথে আসামিরা তাঁকে ঘেরাও করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। আসামিরা মনির মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। তাঁর চিৎকারে বাদী আইন উদ্দিনসহ অন্যরা এগিয়ে গেলে আসামিরা তাঁদের ওপরও হামলা চালিয়ে জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মনির মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান।

নিহত মনিরের ছোট ভাই আইন উদ্দিন বাদী হয়ে ১২ এপ্রিল করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক নাহিদ হাসান সুমন ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত