কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মোটরসাইকেলে চড়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি আজ সোমবার বিকেলে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চড়পাড়া এলাকার আনোয়ার ইসলাম আমিনুল (৩৬) ও তাড়াইল উপজেলার রাউতি এলাকার মো. ছোটন (২১)।
পুলিশ জানায়, গতকাল রোববার সকালে জেলা জজ আদালতের আইনজীবী শাহীনূর কলি তাঁর ছোট বোন লিপিকে নিয়ে জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় যাচ্ছিলেন। তাঁরা শহরের শোলাকিয়া বনানী মোড়ে পৌঁছালে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে লিপির ভ্যানিটি ব্যাগটি সজোরে টান দিয়ে ছিনিয়ে নেন। লিপির ব্যাগে ফোন, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
পরে ওই আইনজীবী শাহীনূর কলি ঘটনাটি পুলিশকে জানালে জেলা গোয়েন্দা শাখার একটি দল ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই ছিনতাইকারীকে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আইনজীবী শাহিনূর কলি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মোটরসাইকেল আরোহীর বেশে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আনোয়ার ইসলাম আমিনুল ও মো. ছোটন জেলখানা মোড় থেকে বিন্নাটি মোড়, বিন্নাটি মোড় থেকে চৌদ্দশত বাজার, চৌদ্দশত বাজার থেকে নান্দলা বাজার, নান্দলা বাজার থেকে পুলেরঘাট বাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ছিনতাই করতেন।
গতকাল রোববার সকালে জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় ছিনতাইয়ের ঘটনাটিও ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কিশোরগঞ্জে মোটরসাইকেলে চড়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি আজ সোমবার বিকেলে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চড়পাড়া এলাকার আনোয়ার ইসলাম আমিনুল (৩৬) ও তাড়াইল উপজেলার রাউতি এলাকার মো. ছোটন (২১)।
পুলিশ জানায়, গতকাল রোববার সকালে জেলা জজ আদালতের আইনজীবী শাহীনূর কলি তাঁর ছোট বোন লিপিকে নিয়ে জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় যাচ্ছিলেন। তাঁরা শহরের শোলাকিয়া বনানী মোড়ে পৌঁছালে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে লিপির ভ্যানিটি ব্যাগটি সজোরে টান দিয়ে ছিনিয়ে নেন। লিপির ব্যাগে ফোন, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
পরে ওই আইনজীবী শাহীনূর কলি ঘটনাটি পুলিশকে জানালে জেলা গোয়েন্দা শাখার একটি দল ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই ছিনতাইকারীকে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আইনজীবী শাহিনূর কলি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মোটরসাইকেল আরোহীর বেশে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আনোয়ার ইসলাম আমিনুল ও মো. ছোটন জেলখানা মোড় থেকে বিন্নাটি মোড়, বিন্নাটি মোড় থেকে চৌদ্দশত বাজার, চৌদ্দশত বাজার থেকে নান্দলা বাজার, নান্দলা বাজার থেকে পুলেরঘাট বাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ছিনতাই করতেন।
গতকাল রোববার সকালে জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় ছিনতাইয়ের ঘটনাটিও ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে