ইবি প্রতিনিধি

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে। তবে এখানে মাদক প্রতিরোধে প্রশাসন চার দশকেও নেয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের কেউ কেউ আগে থেকেই মাদকাসক্ত থাকেন এবং উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে ধীরে ধীরে এর বিস্তার ঘটান। প্রশাসনের সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে তা রোধ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতি ঠেকাতে ২০১৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করে।
শিক্ষার্থীরা জানান, ডোপ টেস্ট চালু হলে মাদকাসক্ত শিক্ষার্থীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে দেশের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হলেও ইবিতে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আতিফ মো. রাহিব বলেন, ‘ইবি প্রায়ই মাদকের কারণে সংবাদের শিরোনাম হয়। কাউকে কাউকে সেফ হাউসে পাঠাতে হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ রাখতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কোনো বিকল্প নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম এয়াকুব আলী বলেন, ‘ডোপ টেস্টের সুপারিশের ব্যাপারে আমার জানা নেই। ক্যাম্পাসে মাদকসেবন, ব্যবসা বা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যারা মাদক সেবন করে, তাঁদের ধরতে পারলে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনতে হবে।’

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে। তবে এখানে মাদক প্রতিরোধে প্রশাসন চার দশকেও নেয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের কেউ কেউ আগে থেকেই মাদকাসক্ত থাকেন এবং উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে ধীরে ধীরে এর বিস্তার ঘটান। প্রশাসনের সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে তা রোধ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতি ঠেকাতে ২০১৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করে।
শিক্ষার্থীরা জানান, ডোপ টেস্ট চালু হলে মাদকাসক্ত শিক্ষার্থীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে দেশের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হলেও ইবিতে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আতিফ মো. রাহিব বলেন, ‘ইবি প্রায়ই মাদকের কারণে সংবাদের শিরোনাম হয়। কাউকে কাউকে সেফ হাউসে পাঠাতে হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ রাখতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কোনো বিকল্প নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম এয়াকুব আলী বলেন, ‘ডোপ টেস্টের সুপারিশের ব্যাপারে আমার জানা নেই। ক্যাম্পাসে মাদকসেবন, ব্যবসা বা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যারা মাদক সেবন করে, তাঁদের ধরতে পারলে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনতে হবে।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২২ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩২ মিনিট আগে