মাগুরা প্রতিনিধি

বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানিমূলকভাবে আটকের অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া পুলিশ কাউকে আটক করছে না।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এক সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় বেড়েছে, এমন অভিযোগ সত্য নয়। পুলিশের কাছে যাদের নামে অভিযোগ কিংবা ওয়ারেন্ট আছে, পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করছে। এটা পুলিশের নিয়মিত কাজ।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছি। কেউ যদি সন্ত্রাসবাদ করে, যেমন ২০১৪ সালে আমরা দেখেছি, সেগুলো জবাব জনগণই দেবে।’
আন্দোলনের সময় পুরানো মামলা হাতিয়ার হিসাবে বিরোধীদলের নেতাকর্মীর ওপর ব্যবহার হচ্ছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশ্নেই আসে না। মামলা মিথ্যা কি না সেটা পুলিশ তদন্ত করে দেখে। আমরা মনে করি ঘটনা ঘটলেই মামলা হয়, না ঘটলে তো মামলা হয় না।’
এরপর দুপুরে মাগুরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন জনসভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য ভোট ছাড়া, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা প্রভুদের কাছে ধরনা দিচ্ছে তারা কি করে আমরা দেখি। নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তারা (বিএনপি) বিশ্বের প্রভুদের নিকট ঘুরে বেড়াচ্ছে।’
কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনার সৃষ্টি উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেন, ২০০১ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। তখনকার সরকার (বিএনপি) বলে যে কমিউনিটি ক্লিনিক নাকি শেখ হাসিনার ভোট ব্যাংক। এজন্য তারা বন্ধ করে দেয়।
তিনি বলেন, ‘আমরা বলি শেখ হাসিনার ভোট ব্যাংক দেশের জনগণ। কমিউনিটি ক্লিনিক আবারও চালু করে এই আওয়ামী লীগ সরকার। এর সুবিধা পাচ্ছে মানুষ। গড় আয়ু বেড়েছে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে।’
সারা দেশে সরকারের নানা উন্নয়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের আয় বেড়েছে। সেই সঙ্গে জীবনযাপনে অনেক আধুনিকতা এসেছে। এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
উন্নয়ন জনসভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানিমূলকভাবে আটকের অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া পুলিশ কাউকে আটক করছে না।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এক সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় বেড়েছে, এমন অভিযোগ সত্য নয়। পুলিশের কাছে যাদের নামে অভিযোগ কিংবা ওয়ারেন্ট আছে, পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করছে। এটা পুলিশের নিয়মিত কাজ।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করেছি। কেউ যদি সন্ত্রাসবাদ করে, যেমন ২০১৪ সালে আমরা দেখেছি, সেগুলো জবাব জনগণই দেবে।’
আন্দোলনের সময় পুরানো মামলা হাতিয়ার হিসাবে বিরোধীদলের নেতাকর্মীর ওপর ব্যবহার হচ্ছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রশ্নেই আসে না। মামলা মিথ্যা কি না সেটা পুলিশ তদন্ত করে দেখে। আমরা মনে করি ঘটনা ঘটলেই মামলা হয়, না ঘটলে তো মামলা হয় না।’
এরপর দুপুরে মাগুরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন জনসভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য ভোট ছাড়া, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা প্রভুদের কাছে ধরনা দিচ্ছে তারা কি করে আমরা দেখি। নির্বাচনের প্রস্তুতি না নিয়ে তারা (বিএনপি) বিশ্বের প্রভুদের নিকট ঘুরে বেড়াচ্ছে।’
কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনার সৃষ্টি উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেন, ২০০১ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। তখনকার সরকার (বিএনপি) বলে যে কমিউনিটি ক্লিনিক নাকি শেখ হাসিনার ভোট ব্যাংক। এজন্য তারা বন্ধ করে দেয়।
তিনি বলেন, ‘আমরা বলি শেখ হাসিনার ভোট ব্যাংক দেশের জনগণ। কমিউনিটি ক্লিনিক আবারও চালু করে এই আওয়ামী লীগ সরকার। এর সুবিধা পাচ্ছে মানুষ। গড় আয়ু বেড়েছে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে।’
সারা দেশে সরকারের নানা উন্নয়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের আয় বেড়েছে। সেই সঙ্গে জীবনযাপনে অনেক আধুনিকতা এসেছে। এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
উন্নয়ন জনসভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে