যশোর প্রতিনিধি

যশোরে বিএনপির সমাবেশের আগের দিন আজ শুক্রবার লাঠি হাতে বিক্ষোভ-মিছিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলার আট উপজেলার নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। দলীয় প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাঁশ ও লাঠি হাতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মিছিলটি সমাবেশস্থল শহরের টাউন হল ময়দান থেকে বের হয়ে দড়াটানা ঘুরে চৌরাস্তা থানা মোড়ে গিয়ে শেষ হয়।
আগামীকাল শনিবার যশোরে সমাবেশ করবে বিএনপি। এতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই সমাবেশের আগের দিন আজ শুক্রবার যশোরে শক্তির মহড়া দিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। সমাবেশে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, তারেক জিয়ার ইন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। লন্ডনে তারেক জিয়ার মৃত্যু হলে তাঁর লাশ বাংলাদেশে প্রবেশ করবে না। আওয়ামী লীগ পুনরায় নৌকা প্রতীকে সরকার গঠন করবে, এই ভয়ে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে একত্রিত হয়ে বিএনপির ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, ‘যশোরে বিএনপি সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ পাঠিয়ে দেব। তারা ঠান্ডা করে দেবে। বিএনপি হুমকি দিয়েছে শনিবার যশোর নাকি অচল করে দেবে। দেশের অন্য জেলার কথা বলতে পারব না, তবে যশোরে অগ্নিসন্ত্রাস করতে এলে বিএনপিকে ঘরে থাকতে দেব না।’
সমাবেশে বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, যশোর পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যশোর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান প্রমুখ।
শহরের ভোলা ট্যাংক রোডে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। একই দিন শহরের টাউন হল মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত একটি শ্রমিক সংগঠনকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন বলেন, একই দিনে দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই। কারণ, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য পুলিশ দুই পক্ষকে আহ্বান জানিয়েছে।

যশোরে বিএনপির সমাবেশের আগের দিন আজ শুক্রবার লাঠি হাতে বিক্ষোভ-মিছিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জেলার আট উপজেলার নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। দলীয় প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাঁশ ও লাঠি হাতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মিছিলটি সমাবেশস্থল শহরের টাউন হল ময়দান থেকে বের হয়ে দড়াটানা ঘুরে চৌরাস্তা থানা মোড়ে গিয়ে শেষ হয়।
আগামীকাল শনিবার যশোরে সমাবেশ করবে বিএনপি। এতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই সমাবেশের আগের দিন আজ শুক্রবার যশোরে শক্তির মহড়া দিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। সমাবেশে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, তারেক জিয়ার ইন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। লন্ডনে তারেক জিয়ার মৃত্যু হলে তাঁর লাশ বাংলাদেশে প্রবেশ করবে না। আওয়ামী লীগ পুনরায় নৌকা প্রতীকে সরকার গঠন করবে, এই ভয়ে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে একত্রিত হয়ে বিএনপির ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, ‘যশোরে বিএনপি সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ পাঠিয়ে দেব। তারা ঠান্ডা করে দেবে। বিএনপি হুমকি দিয়েছে শনিবার যশোর নাকি অচল করে দেবে। দেশের অন্য জেলার কথা বলতে পারব না, তবে যশোরে অগ্নিসন্ত্রাস করতে এলে বিএনপিকে ঘরে থাকতে দেব না।’
সমাবেশে বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, যশোর পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যশোর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান প্রমুখ।
শহরের ভোলা ট্যাংক রোডে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। একই দিন শহরের টাউন হল মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত একটি শ্রমিক সংগঠনকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন বলেন, একই দিনে দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই। কারণ, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য পুলিশ দুই পক্ষকে আহ্বান জানিয়েছে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৭ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে