বেনাপোল (যশোর) প্রতিনিধি

দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার পর সৌদি থেকে ফিরেছে যশোরের শার্শার যুবক রুবেলের মরদেহ। আজ শনিবার বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে তাঁর বাড়িতে পৌঁছায়।
এর আগে গত ২৬ জুলাই রুবেলের মরদেহ হিসেবে আসে কিশোরগঞ্জের এক যুবকের লাশ। পরে সেই মরদেহ পাঠানো হয় কিশোরগঞ্জের হোসেনপুরে। এরপর দীর্ঘদিন শুধু মরদেহের অপেক্ষায় ছিল পরিবার। মরদেহ বাড়িতে পৌঁছানোমাত্রই শুরু হয় স্বজনদের মাতম। আহাজারিতে থমথমে হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
নিহত রুবেল হোসেন ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। পরে বাগআঁচড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাইবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন। তিনি বলেন, ‘নানা জটিলতার মধ্য দিয়ে রুবেলের লাশ তাঁর পরিবার হাতে পেয়েছে।’
চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, পরিবারের অভাব ঘোচানোর স্বপ্ন নিয়ে দেড় বছর আগে সৌদি আরবে যান রুবেল হোসেন। সেখানে একটি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। গত কোরবানি ঈদের সময় ওই মাদ্রাসা দুই মাসের জন্য ছুটি হয়ে যায়। ছুটির কারণে মাদ্রাসায় কাজ না থাকায় রুবেল তার এক পরিচিতজনের সঙ্গে অন্য জায়গায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার কাজে যুক্ত হয়েছিলেন। ওই সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে মারা যান রুবেল।
পরে নিহত রুবেল হোসেনের লাশ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৬ জুলাই দেশে আসে। কিন্তু কফিন খুলে তাঁর পরিবার দেখেন কফিনের ভেতরে রুবেলের পরিবর্তে অন্য এক বাংলাদেশির মরদেহ রয়েছে। ওই লাশ ছিল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জবডল গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোজাম্মেল হকের।
এরপর থেকে রুবেল হোসেনের মরদেহ আসার অপেক্ষায় ছিল পরিবার। অবশেষে বিভিন্নভাবে তদবিরের পর শনিবার রুবেলের মরদেহ স্বজনেরা ফেরত পেয়ে অপেক্ষার পালা শেষ হয়।

দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার পর সৌদি থেকে ফিরেছে যশোরের শার্শার যুবক রুবেলের মরদেহ। আজ শনিবার বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে তাঁর বাড়িতে পৌঁছায়।
এর আগে গত ২৬ জুলাই রুবেলের মরদেহ হিসেবে আসে কিশোরগঞ্জের এক যুবকের লাশ। পরে সেই মরদেহ পাঠানো হয় কিশোরগঞ্জের হোসেনপুরে। এরপর দীর্ঘদিন শুধু মরদেহের অপেক্ষায় ছিল পরিবার। মরদেহ বাড়িতে পৌঁছানোমাত্রই শুরু হয় স্বজনদের মাতম। আহাজারিতে থমথমে হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
নিহত রুবেল হোসেন ওই এলাকার ফারুক হোসেনের ছেলে। পরে বাগআঁচড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাইবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন। তিনি বলেন, ‘নানা জটিলতার মধ্য দিয়ে রুবেলের লাশ তাঁর পরিবার হাতে পেয়েছে।’
চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, পরিবারের অভাব ঘোচানোর স্বপ্ন নিয়ে দেড় বছর আগে সৌদি আরবে যান রুবেল হোসেন। সেখানে একটি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। গত কোরবানি ঈদের সময় ওই মাদ্রাসা দুই মাসের জন্য ছুটি হয়ে যায়। ছুটির কারণে মাদ্রাসায় কাজ না থাকায় রুবেল তার এক পরিচিতজনের সঙ্গে অন্য জায়গায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার কাজে যুক্ত হয়েছিলেন। ওই সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে মারা যান রুবেল।
পরে নিহত রুবেল হোসেনের লাশ বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৬ জুলাই দেশে আসে। কিন্তু কফিন খুলে তাঁর পরিবার দেখেন কফিনের ভেতরে রুবেলের পরিবর্তে অন্য এক বাংলাদেশির মরদেহ রয়েছে। ওই লাশ ছিল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার জবডল গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোজাম্মেল হকের।
এরপর থেকে রুবেল হোসেনের মরদেহ আসার অপেক্ষায় ছিল পরিবার। অবশেষে বিভিন্নভাবে তদবিরের পর শনিবার রুবেলের মরদেহ স্বজনেরা ফেরত পেয়ে অপেক্ষার পালা শেষ হয়।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে