
যশোরের মনিরামপুরের কাশিমনগর ইউনিয়নে হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। কাশিমনগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কামরান হোসেনের নেতৃত্বে ১০-১২ জন যুবক মিলে কামারঘাটা সেতুর উত্তর পাশের নদ থেকে বালু তুলে বিক্রি করছেন। কাশিমনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার দপ্তরের অদূরে প্রকাশ্যে নদ থেকে এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে চক্রের সদস্যদের বিরুদ্ধে এক মাস ধরে বালু তুলে বিক্রি করার অভিযোগ থাকলেও এটি বন্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ছাত্রলীগ নেতা কামরানের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘ঈদ সামনে। খরচ-খরচার ব্যাপার আছে। আমরা ওপরের নেতার সঙ্গে কথা বলে কাজ শুরু করেছি। বিষয়টি একটু দেখবেন।’
মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ বলেন, কামরান হোসেন কাশিমনগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি নদ থেকে বালু তুলছেন কি না, জানা নেই।’
এদিকে এক্সকাভেটর দিয়ে বালু তোলায় নদে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এই অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের দুই পাড়ের বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কাশিমনগর ইউনিয়নের কামরান, শরিফুল, শাওন, আব্দুর রাজ্জাক, বিল্লালসহ ১০-১২ জন নদের বালু তোলার কাজে জড়িত। প্রায় এক মাস ধরে তাঁরা কামারঘাটা সেতুর উত্তর পাশে হরিহর নদের মাঝ বরাবর এক্সকাভেটর দিয়ে খুঁড়ে বালু তুলে নদের ভেতরে স্তূপ করে রেখেছে। এরপর ট্রাকে ভরে দুই থেকে আড়াই হাজার টাকায় উপজেলার বিভিন্ন এলাকায় তা বিক্রি করছে। এতে একদিকে যেমন নদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ট্রাক ভরে নেওয়ার সময় বাতাসে বালু উড়ে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। চক্রটি শক্তিশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারছে না।
খবর পেয়ে মঙ্গলবার সেখানে গিয়ে দেখা গেছে, কামারঘাটা সেতুর উত্তর পাশে নদের মাঝ বরাবর কয়েক শ গজ খুঁড়ে বালু তুলে পূর্ব পাড়ে স্তূপ করে রাখা আছে। পাশে এক্সকাভেটরচালক নতুন স্থান খুঁড়ে বালু তোলার কাজ করছেন। এ সময় চক্রের দুজনকে পাওয়া যায়। তাঁদের একজনের নাম শাওন। তিনি বালু তোলার কাজ পর্যবেক্ষণ করছেন। পাশেই চেয়ার পেতে খাতা-কলম হাতে আব্দুর রাজ্জাক নামে একজন বসে আছেন। তিনি ক্রেতার সঙ্গে দর-কষাকষি করে বালু বিক্রি করছেন। বালুর স্তূপের পাশে ট্রাক রেখে চালক মোহাসিন বসে আছেন। তিনি বালু কিনতে এসেছেন।
বালু তোলা চক্রের সদস্য শরিফুল ইসলাম বলেন, ‘এক লাখ টাকা আগাম জমা দিয়ে এক্সকাভেটর ভাড়া করে এনেছি। প্রতিদিন এক্সকাভেটরের পেছনে ২১ থেকে ২২ হাজার টাকা খরচ আছে। এখন নিউজ হলে ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। ঈদের পরে এক্সকাভেটর নদ থেকে তুলে নেব।’
কাশিমনগর ইউনিয়নের ইত্যা ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা দেওয়ান বলেন, ‘যেখানে বালু তোলা হচ্ছে, সেখানে নদের পাড়ে আমার মামার তিন বিঘা জমি আছে। বালু তুললে পাড়ের জমি ভেঙে যাবে। এ জন্য আমি ওদের নিষেধ করেছিলাম। শোনেনি।’
কাশিমনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কামারঘাটা বাজার আমার দপ্তর থেকে একটু দূরে। সেখানে এক্সকাভেটরে বালু তোলার বিষয়টি আমার জানা নেই। অফিসে গিয়ে খবর নেব।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘বিষয়টি আমাকে আগে কেউ জানায়নি। আমি কাশিমনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

যশোরের মনিরামপুরের কাশিমনগর ইউনিয়নে হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। কাশিমনগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কামরান হোসেনের নেতৃত্বে ১০-১২ জন যুবক মিলে কামারঘাটা সেতুর উত্তর পাশের নদ থেকে বালু তুলে বিক্রি করছেন। কাশিমনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার দপ্তরের অদূরে প্রকাশ্যে নদ থেকে এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে চক্রের সদস্যদের বিরুদ্ধে এক মাস ধরে বালু তুলে বিক্রি করার অভিযোগ থাকলেও এটি বন্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ছাত্রলীগ নেতা কামরানের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘ঈদ সামনে। খরচ-খরচার ব্যাপার আছে। আমরা ওপরের নেতার সঙ্গে কথা বলে কাজ শুরু করেছি। বিষয়টি একটু দেখবেন।’
মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ বলেন, কামরান হোসেন কাশিমনগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি নদ থেকে বালু তুলছেন কি না, জানা নেই।’
এদিকে এক্সকাভেটর দিয়ে বালু তোলায় নদে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এই অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের দুই পাড়ের বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কাশিমনগর ইউনিয়নের কামরান, শরিফুল, শাওন, আব্দুর রাজ্জাক, বিল্লালসহ ১০-১২ জন নদের বালু তোলার কাজে জড়িত। প্রায় এক মাস ধরে তাঁরা কামারঘাটা সেতুর উত্তর পাশে হরিহর নদের মাঝ বরাবর এক্সকাভেটর দিয়ে খুঁড়ে বালু তুলে নদের ভেতরে স্তূপ করে রেখেছে। এরপর ট্রাকে ভরে দুই থেকে আড়াই হাজার টাকায় উপজেলার বিভিন্ন এলাকায় তা বিক্রি করছে। এতে একদিকে যেমন নদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ট্রাক ভরে নেওয়ার সময় বাতাসে বালু উড়ে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। চক্রটি শক্তিশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারছে না।
খবর পেয়ে মঙ্গলবার সেখানে গিয়ে দেখা গেছে, কামারঘাটা সেতুর উত্তর পাশে নদের মাঝ বরাবর কয়েক শ গজ খুঁড়ে বালু তুলে পূর্ব পাড়ে স্তূপ করে রাখা আছে। পাশে এক্সকাভেটরচালক নতুন স্থান খুঁড়ে বালু তোলার কাজ করছেন। এ সময় চক্রের দুজনকে পাওয়া যায়। তাঁদের একজনের নাম শাওন। তিনি বালু তোলার কাজ পর্যবেক্ষণ করছেন। পাশেই চেয়ার পেতে খাতা-কলম হাতে আব্দুর রাজ্জাক নামে একজন বসে আছেন। তিনি ক্রেতার সঙ্গে দর-কষাকষি করে বালু বিক্রি করছেন। বালুর স্তূপের পাশে ট্রাক রেখে চালক মোহাসিন বসে আছেন। তিনি বালু কিনতে এসেছেন।
বালু তোলা চক্রের সদস্য শরিফুল ইসলাম বলেন, ‘এক লাখ টাকা আগাম জমা দিয়ে এক্সকাভেটর ভাড়া করে এনেছি। প্রতিদিন এক্সকাভেটরের পেছনে ২১ থেকে ২২ হাজার টাকা খরচ আছে। এখন নিউজ হলে ১৪-১৫ লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। ঈদের পরে এক্সকাভেটর নদ থেকে তুলে নেব।’
কাশিমনগর ইউনিয়নের ইত্যা ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা দেওয়ান বলেন, ‘যেখানে বালু তোলা হচ্ছে, সেখানে নদের পাড়ে আমার মামার তিন বিঘা জমি আছে। বালু তুললে পাড়ের জমি ভেঙে যাবে। এ জন্য আমি ওদের নিষেধ করেছিলাম। শোনেনি।’
কাশিমনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কামারঘাটা বাজার আমার দপ্তর থেকে একটু দূরে। সেখানে এক্সকাভেটরে বালু তোলার বিষয়টি আমার জানা নেই। অফিসে গিয়ে খবর নেব।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, ‘বিষয়টি আমাকে আগে কেউ জানায়নি। আমি কাশিমনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে