
যশোরের মনিরামপুরে দুই গরু ব্যবসায়ীকে মারধর করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হালসা গ্রামে ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা আশপাশের এলাকার বলে জানা গেছে। তবে ভয়ে কেউ তাঁদের বিষয়ে মুখ খুলছেন না।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গেছে থানা-পুলিশ। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশ অবস্থান করছিল।
পাড়দিয়া এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকা থেকে দুই গরু ব্যবসায়ী আত্মীয়তার সূত্রে পাড়দিয়া এলাকায় ফজলু দফাদারের বাড়িতে আসেন। তাঁরা মূলত এ এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে গরু কিনে ট্রাকে করে নিয়ে যান। বুধবার সন্ধ্যার পূর্বে একটি ভ্যানে চড়ে তাঁরা হালসা এলাকায় গরু কিনতে বের হন। ভ্যানটি গ্রামের তাজাম্মুলের বাড়ির সামনে পৌঁছালে ৪-৫টা মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে ব্যবসায়ীদের ঘিরে ফেলে। এরপর মারধর করে তাঁদের কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মহাদেব কুমার বলেন, ‘নোয়াখালীর দুই ব্যাপারী প্রতি বছর এ এলাকায় এসে গরু কিনে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি ট্রাকে গরু বোঝাই হওয়ার কথা ছিল। সে জন্য বুধবার বিকেলে পাড়দিয়া গ্রামের তিন আত্মীয়কে নিয়ে নোয়াখালীর দুই ব্যবসায়ী আমার ভ্যানে উঠে গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তাজাম্মুলের বাড়ির সামনে আসলি ৪-৫টা মোটরসাইকেলে লোকজন এসে আচমকা আমাদের ওপর হামলা করে মারধর শুরু করে। আমাকে গায়েও কয়েকটা আঘাত লেগেছে। এরপর ওরা চলে যায়। যাওয়ার সময় কত টাকা নিয়ে গেছে তা বলতি পারব না।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আরও বলেন, ‘পুলিশ এসে আমার কাছে জিজ্ঞেস করিল। আমি বলিছি, ছিনতাইকারীদের কারও চিনতি পারিনি।’
আবু হুরায়রা নামে ভুক্তভোগীর আত্মীয় বলেন, ‘২০১২ সাল থেকে কোরবানীর ঈদের আগে লক্ষ্মীপুর থেকে ইসমাইল হোসেন আমাদের বাড়িতে আসেন। তাঁরা দুজন গরু ব্যবসায়ী। আমাদের এলাকা থেকে গরু কিনে ট্রাকে করে নিয়ে যান। গত বছর ঈদের আগে ৪ ট্রাক গরু নিয়ে গিয়েছিলেন তাঁরা।’
আবু হুরায়রা আরও বলেন, ‘এবারও তাঁরা একই উদ্দেশ্যে এসে আমাদের এক চাচার বাড়ি উঠেছেন। ব্যাংক থেকে টাকা তুলে আজ বিকেলে তারা গরু কিনতে বের হন। তখন তাঁদের পথে মারধর করে সাথে থাকা সব টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। টাকার পরিমাণ ১২ থেকে ২০ লাখ হবে।’
এ ঘটনায় মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।’
এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে থানার উপসহকারী পরিদর্শক স্বরজিৎ বিশ্বাস বলেন, ‘বাইরের দুজন গরু ব্যবসায়ীর সঙ্গে স্থানীয় দুই-তিনজন ছিলেন। আমরা ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তাঁরা টাকার কথা স্বীকার করছে না।’

যশোরের মনিরামপুরে দুই গরু ব্যবসায়ীকে মারধর করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হালসা গ্রামে ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা আশপাশের এলাকার বলে জানা গেছে। তবে ভয়ে কেউ তাঁদের বিষয়ে মুখ খুলছেন না।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গেছে থানা-পুলিশ। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশ অবস্থান করছিল।
পাড়দিয়া এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকা থেকে দুই গরু ব্যবসায়ী আত্মীয়তার সূত্রে পাড়দিয়া এলাকায় ফজলু দফাদারের বাড়িতে আসেন। তাঁরা মূলত এ এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে গরু কিনে ট্রাকে করে নিয়ে যান। বুধবার সন্ধ্যার পূর্বে একটি ভ্যানে চড়ে তাঁরা হালসা এলাকায় গরু কিনতে বের হন। ভ্যানটি গ্রামের তাজাম্মুলের বাড়ির সামনে পৌঁছালে ৪-৫টা মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে ব্যবসায়ীদের ঘিরে ফেলে। এরপর মারধর করে তাঁদের কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মহাদেব কুমার বলেন, ‘নোয়াখালীর দুই ব্যাপারী প্রতি বছর এ এলাকায় এসে গরু কিনে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি ট্রাকে গরু বোঝাই হওয়ার কথা ছিল। সে জন্য বুধবার বিকেলে পাড়দিয়া গ্রামের তিন আত্মীয়কে নিয়ে নোয়াখালীর দুই ব্যবসায়ী আমার ভ্যানে উঠে গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তাজাম্মুলের বাড়ির সামনে আসলি ৪-৫টা মোটরসাইকেলে লোকজন এসে আচমকা আমাদের ওপর হামলা করে মারধর শুরু করে। আমাকে গায়েও কয়েকটা আঘাত লেগেছে। এরপর ওরা চলে যায়। যাওয়ার সময় কত টাকা নিয়ে গেছে তা বলতি পারব না।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আরও বলেন, ‘পুলিশ এসে আমার কাছে জিজ্ঞেস করিল। আমি বলিছি, ছিনতাইকারীদের কারও চিনতি পারিনি।’
আবু হুরায়রা নামে ভুক্তভোগীর আত্মীয় বলেন, ‘২০১২ সাল থেকে কোরবানীর ঈদের আগে লক্ষ্মীপুর থেকে ইসমাইল হোসেন আমাদের বাড়িতে আসেন। তাঁরা দুজন গরু ব্যবসায়ী। আমাদের এলাকা থেকে গরু কিনে ট্রাকে করে নিয়ে যান। গত বছর ঈদের আগে ৪ ট্রাক গরু নিয়ে গিয়েছিলেন তাঁরা।’
আবু হুরায়রা আরও বলেন, ‘এবারও তাঁরা একই উদ্দেশ্যে এসে আমাদের এক চাচার বাড়ি উঠেছেন। ব্যাংক থেকে টাকা তুলে আজ বিকেলে তারা গরু কিনতে বের হন। তখন তাঁদের পথে মারধর করে সাথে থাকা সব টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। টাকার পরিমাণ ১২ থেকে ২০ লাখ হবে।’
এ ঘটনায় মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।’
এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে থানার উপসহকারী পরিদর্শক স্বরজিৎ বিশ্বাস বলেন, ‘বাইরের দুজন গরু ব্যবসায়ীর সঙ্গে স্থানীয় দুই-তিনজন ছিলেন। আমরা ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তাঁরা টাকার কথা স্বীকার করছে না।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে