চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় বাইসাইকেল নিয়ে ঝগড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শিহাব হোসেন (২১)। তিনি শাহাজাদপুরের পশ্চিমপাড়ার কাতারপ্রবাসী মহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পালিয়ে গেছেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিহাব আজ দুপুরে বড় ভাই সুমনের বাইসাইকেল নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে যান। পরে ফেরার পর এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। দূর থেকেই টের পেয়েছিলাম। কাছে যেতেই দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে।’
নিহতের মামা শুকুর আলী বলেন, ‘ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে বলল, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। পরে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ারুল আবেদীন জানান, শিহাবের পিঠের বাম দিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আমরা অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুতই গ্রেপ্তার হবে।’

যশোরের চৌগাছায় বাইসাইকেল নিয়ে ঝগড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শিহাব হোসেন (২১)। তিনি শাহাজাদপুরের পশ্চিমপাড়ার কাতারপ্রবাসী মহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পালিয়ে গেছেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিহাব আজ দুপুরে বড় ভাই সুমনের বাইসাইকেল নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে যান। পরে ফেরার পর এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। দূর থেকেই টের পেয়েছিলাম। কাছে যেতেই দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে।’
নিহতের মামা শুকুর আলী বলেন, ‘ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে বলল, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। পরে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ারুল আবেদীন জানান, শিহাবের পিঠের বাম দিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আমরা অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুতই গ্রেপ্তার হবে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১০ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে