
যশোরের চৌগাছায় বাইসাইকেল নিয়ে ঝগড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শিহাব হোসেন (২১)। তিনি শাহাজাদপুরের পশ্চিমপাড়ার কাতারপ্রবাসী মহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পালিয়ে গেছেন।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিহাব আজ দুপুরে বড় ভাই সুমনের বাইসাইকেল নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে যান। পরে ফেরার পর এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। দূর থেকেই টের পেয়েছিলাম। কাছে যেতেই দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে।’
নিহতের মামা শুকুর আলী বলেন, ‘ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে বলল, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। পরে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ারুল আবেদীন জানান, শিহাবের পিঠের বাম দিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আমরা অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুতই গ্রেপ্তার হবে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে