ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

যমজ দুই বোন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। দিনমজুর বাবা এখন শয্যাশায়ী, মা সেলাইয়ের কাজ করেন। ছোট ভাই পাঁচ বছর বয়স থেকেই ডায়াবেটিসে আক্রান্ত। টাকার অভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারে না। জীর্ণ কুটিরে বাস করা প্রান্তিক এ পরিবার থেকে উঠে এসেছে ফাতেমা ও জোহরা। স্বপ্ন বড় হয়ে চার্টার্ড অ্যাকাউনটেন্ট হবে। সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু সে স্বপ্নে এখন বাধ সেধেছে দারিদ্র্য।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে শুভদিয়া ইউনিয়নের দুর্গম কচুয়া গ্রামের জিল্লুর রহমান তালুকদারেরব যমজ মেয়ে ফাতেমা খাতুন ও জোহরা খাতুন। অভাবের কারণে দুই বোন অন্যের বাসায় টিউশনি করে সামান্য যে উপার্জন করে তার সঙ্গে মায়ের সেলাইয়ের টাকা দিয়ে কোনো মতে সংসার চলে। ধার করা ও শিক্ষকদের সহযোগিতায় এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দুই বোন জিপিএ-৫ পেয়েছে। দুবেলা ঠিকমতো খাবার খরচ চালানো যাদের জন্য দুরূহ, তাদের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষার খরচ চালানো এবং গ্রাম থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরের কলেজে নিয়মিত ক্লাস করার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
মেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম দেখে হতাশ হয়ে পড়েছেন মা মাসুদা বেগম। মা-বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভোর থেকেই গ্রামে বাড়ি বাড়ি ঘুরে টিউশনি করে দুই বোন। বাড়ি ফিরে মাকে সাহায্য, বাবা ও ভাইকে সেবার পর গভীর রাত পর্যন্ত জেগে লেখাপড়া করে তারা। এভাবেই নিজেদের সংগ্রামের কথা বলছিল অদম্য ফাতেমা ও জোহরা।
ফাতেমা ও জোহরার বাবা জিল্লুর রহমান ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘বাড়ির জায়গাটুকু ছাড়া আমার কিছুই নেই। পুরোনো এই ছোট্ট একটি ঘরে পরিবারের পাঁচ সদস্যের বসবাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলাম আমি। দিনমজুরের কাজ করতাম। প্যারালাইসিস হওয়ায় এখন আর কাজ করতে পারি না। মেয়ে দুইটা নিজের চেষ্টায় যত দূর পারছে লেখাপড়া করেছে। এখন কারও সহযোগিতা না পেলে ওদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।’
কান্নাজড়িত কণ্ঠে মাসুদা বেগম বলেন, গরিব হলেও মেয়ে দুটি লেখাপড়া শিখে মানুষ হতে চায়। ধার করে কলেজে ভর্তি করানো হয়। কিন্তু এখন কলেজে পড়ানোর মতো আর্থিক অবস্থা না থাকায় পড়াশোনা বন্ধের পথে।
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন, ‘ফাতেমা ও জোহরা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। লেখাপড়ার প্রতি তাদের খুব আগ্রহ। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। সমাজের বৃত্তবানদের সহযোগিতা পেলে মেয়ে দুটি লেখাপড়া চালিয়ে যেতে পারবে। লেখাপড়ার সুযোগ ও সহযোগিতা পেলে মেয়ে দুটি বড় হয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।’

যমজ দুই বোন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। দিনমজুর বাবা এখন শয্যাশায়ী, মা সেলাইয়ের কাজ করেন। ছোট ভাই পাঁচ বছর বয়স থেকেই ডায়াবেটিসে আক্রান্ত। টাকার অভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারে না। জীর্ণ কুটিরে বাস করা প্রান্তিক এ পরিবার থেকে উঠে এসেছে ফাতেমা ও জোহরা। স্বপ্ন বড় হয়ে চার্টার্ড অ্যাকাউনটেন্ট হবে। সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু সে স্বপ্নে এখন বাধ সেধেছে দারিদ্র্য।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে শুভদিয়া ইউনিয়নের দুর্গম কচুয়া গ্রামের জিল্লুর রহমান তালুকদারেরব যমজ মেয়ে ফাতেমা খাতুন ও জোহরা খাতুন। অভাবের কারণে দুই বোন অন্যের বাসায় টিউশনি করে সামান্য যে উপার্জন করে তার সঙ্গে মায়ের সেলাইয়ের টাকা দিয়ে কোনো মতে সংসার চলে। ধার করা ও শিক্ষকদের সহযোগিতায় এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দুই বোন জিপিএ-৫ পেয়েছে। দুবেলা ঠিকমতো খাবার খরচ চালানো যাদের জন্য দুরূহ, তাদের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষার খরচ চালানো এবং গ্রাম থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরের কলেজে নিয়মিত ক্লাস করার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
মেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম দেখে হতাশ হয়ে পড়েছেন মা মাসুদা বেগম। মা-বাবার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভোর থেকেই গ্রামে বাড়ি বাড়ি ঘুরে টিউশনি করে দুই বোন। বাড়ি ফিরে মাকে সাহায্য, বাবা ও ভাইকে সেবার পর গভীর রাত পর্যন্ত জেগে লেখাপড়া করে তারা। এভাবেই নিজেদের সংগ্রামের কথা বলছিল অদম্য ফাতেমা ও জোহরা।
ফাতেমা ও জোহরার বাবা জিল্লুর রহমান ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘বাড়ির জায়গাটুকু ছাড়া আমার কিছুই নেই। পুরোনো এই ছোট্ট একটি ঘরে পরিবারের পাঁচ সদস্যের বসবাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলাম আমি। দিনমজুরের কাজ করতাম। প্যারালাইসিস হওয়ায় এখন আর কাজ করতে পারি না। মেয়ে দুইটা নিজের চেষ্টায় যত দূর পারছে লেখাপড়া করেছে। এখন কারও সহযোগিতা না পেলে ওদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।’
কান্নাজড়িত কণ্ঠে মাসুদা বেগম বলেন, গরিব হলেও মেয়ে দুটি লেখাপড়া শিখে মানুষ হতে চায়। ধার করে কলেজে ভর্তি করানো হয়। কিন্তু এখন কলেজে পড়ানোর মতো আর্থিক অবস্থা না থাকায় পড়াশোনা বন্ধের পথে।
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন, ‘ফাতেমা ও জোহরা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। লেখাপড়ার প্রতি তাদের খুব আগ্রহ। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। সমাজের বৃত্তবানদের সহযোগিতা পেলে মেয়ে দুটি লেখাপড়া চালিয়ে যেতে পারবে। লেখাপড়ার সুযোগ ও সহযোগিতা পেলে মেয়ে দুটি বড় হয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।’

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে