কুষ্টিয়া প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরে ভোটার উপস্থিতি কম। এমনকি সময় বাড়ার সঙ্গেও এর কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্রগুলোতে ভোটারদের দেখা মিলছে না। সকাল সাড়ে ১০টায় ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টায়ও পাটিকাবাড়ী ইউনিয়নের ৪৯ নম্বর মাজিলা সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের ৯ নম্বর বুথে কোনো ভোট পোল না হওয়ার খবর পাওয়া গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাকিব উদ্দিন জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৮০। আড়াই ঘণ্টায় এখানে ৩ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া ৯ নম্বর বুথে এই সময়ে একটি ভোটও পোল হয়নি। এই বুথে ভোটার রয়েছেন ৪১০ জন। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম।
এদিকে সকালে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রে চারটি ভোট পোল হওয়ার খবর পাওয়া গেছে। আতা মাহবুবউল আলম হানিফ এমপির চাচাতো ভাই। আর নির্বাচনী প্রচারের শেষ দিনে হামলায় আহত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আবু আহাদ আল মামুনের কোনো এজেন্ট ভোটকেন্দ্রে দেখা যায়নি।
বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, রাতে বৃষ্টি হয়েছে, এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে।
তবে ভিন্ন কথা বলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহাদ আল মামুন। তিনি বলেন, ‘একজন প্রার্থীর ওপর যদি হামলা হয়, তাহলে সাধারণ ভোটাররা কোনো সাহসে ভোটকেন্দ্রে যাবে?’
কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের কোনো এজেন্ট না দেওয়ার ব্যাপারে এই প্রার্থী বলেন, ‘আপনারা জানেন, প্রচারের শেষ দিনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। জোর করে রিলিজ নিয়ে ভোটের মাঠে নেমেছি সাধারণ মানুষের সঙ্গে দেখা করার জন্য। যেখানে আমার নিরাপত্তা নেই, সেখানে আমার পোলিং এজেন্টের নিরাপত্তা কে দেবে?’
অন্যদিকে সদর ছাড়াও খোকসা উপজেলায় জমজমাট ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে তিনজন শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে।

উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদরে ভোটার উপস্থিতি কম। এমনকি সময় বাড়ার সঙ্গেও এর কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্রগুলোতে ভোটারদের দেখা মিলছে না। সকাল সাড়ে ১০টায় ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টায়ও পাটিকাবাড়ী ইউনিয়নের ৪৯ নম্বর মাজিলা সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের ৯ নম্বর বুথে কোনো ভোট পোল না হওয়ার খবর পাওয়া গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাকিব উদ্দিন জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৮০। আড়াই ঘণ্টায় এখানে ৩ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া ৯ নম্বর বুথে এই সময়ে একটি ভোটও পোল হয়নি। এই বুথে ভোটার রয়েছেন ৪১০ জন। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারেই কম।
এদিকে সকালে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রে চারটি ভোট পোল হওয়ার খবর পাওয়া গেছে। আতা মাহবুবউল আলম হানিফ এমপির চাচাতো ভাই। আর নির্বাচনী প্রচারের শেষ দিনে হামলায় আহত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আবু আহাদ আল মামুনের কোনো এজেন্ট ভোটকেন্দ্রে দেখা যায়নি।
বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, রাতে বৃষ্টি হয়েছে, এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে।
তবে ভিন্ন কথা বলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহাদ আল মামুন। তিনি বলেন, ‘একজন প্রার্থীর ওপর যদি হামলা হয়, তাহলে সাধারণ ভোটাররা কোনো সাহসে ভোটকেন্দ্রে যাবে?’
কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের কোনো এজেন্ট না দেওয়ার ব্যাপারে এই প্রার্থী বলেন, ‘আপনারা জানেন, প্রচারের শেষ দিনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। জোর করে রিলিজ নিয়ে ভোটের মাঠে নেমেছি সাধারণ মানুষের সঙ্গে দেখা করার জন্য। যেখানে আমার নিরাপত্তা নেই, সেখানে আমার পোলিং এজেন্টের নিরাপত্তা কে দেবে?’
অন্যদিকে সদর ছাড়াও খোকসা উপজেলায় জমজমাট ভোট হচ্ছে। চেয়ারম্যান পদে তিনজন শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় তুলনামূলক ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৩ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে