মাগুরা: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরকে মাগুরা শহরের কাঁচাবাজার সংলগ্ন ঈগল হোটেল, হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল, যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজ ও সৈকত হোটেলে রাখা হয়েছে। জানা গেছে, তাঁরা চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তাঁদের কারোর মধ্যেই করোনার উপসর্গ দেখা যায়নি। তবে সবার করোনা পরীক্ষা করা হবে।
ভারত ফেরত ৫০ জন বাংলাদেশি নাগরিক গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।
মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তাঁরা এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
আটককৃতদের নিরাপত্তা বা পালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ৫০ জনকে চারটি জায়গাতে রাখা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রয়েছে। যতদিন তাঁরা এখানে থাকবেন ততদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
মাগুরা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, তাঁরা সবাই স্বাস্থ্য পরীক্ষা করার কাগজপত্র দেখিয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৫০ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার জন্য।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে