
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছিলেন রবিউল ইসলাম। কিন্তু সাড়া না মেলায় কিছুদিন পর নাভারণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালান। এখানেও সাড়া না পেয়ে অবশেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১১ নভেম্বর ঝিকরগাছার ১১ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন রবিউল। নাভারণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এই প্রার্থী ওয়ার্ডের ২ হাজার ৭৮০ ভোটের মধ্যে মাত্র ৮ ভোট পেয়েছেন। ভোটে হেরে তিনি নির্বাচনকে ‘পচা নর্দমা’ বলে মন্তব্য করেন।
নির্বাচনের আগে রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমাদের মোড়ল গোষ্ঠীর অনেক বড়। গোষ্ঠীর লোকেরা ভোট দিলেই আমি পাস। তবে পাস-ফেল যাই হোক আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ব।’
তবে নির্বাচনে এমন ভরাডুবির পরে বলছেন, ‘নির্বাচন হলো পচা নর্দমা। ওরা আমাকে নির্বাচন করতে দেবে না। এ জন্য আমি পোলিং এজেন্টও দিইনি। নির্বাচনের আগেই ওরা আমাকে ডেকে বলেছে জামায়াত-বিএনপির কাউকে কেন্দ্রে যেতে দেবে না। আমার আত্মীয়স্বজন সব জামায়াত-বিএনপি করে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে