বাগেরহাট প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়।’
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনী মোড়ে বিএনপির কার্যালয়ে খুলনা বিভাগীয় সমাবেশের প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
নিতাই রায় বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। বিনা ভোটের এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র ও আন্দোলনমুখী দল। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সেই লক্ষ্যে সারা দেশে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি ১০ দফা দাবিতে প্রতিটি বিভাগে মহাসমাবেশ হবে। এই সমাবেশ সফল করতে ক্ষমতাসীনেরা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে।’ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নেতা-কর্মীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা শরিফুল কালাম কারীম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের নেতা আওছাফুদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়।’
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনী মোড়ে বিএনপির কার্যালয়ে খুলনা বিভাগীয় সমাবেশের প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
নিতাই রায় বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। বিনা ভোটের এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র ও আন্দোলনমুখী দল। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সেই লক্ষ্যে সারা দেশে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি ১০ দফা দাবিতে প্রতিটি বিভাগে মহাসমাবেশ হবে। এই সমাবেশ সফল করতে ক্ষমতাসীনেরা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে।’ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নেতা-কর্মীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা শরিফুল কালাম কারীম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের নেতা আওছাফুদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে