যশোরের মনিরামপুরে পুলিশ পরিচয়ে মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় আসল পুলিশের হাতে ধরা পড়েছেন তৌহিদুর রহমান তৌহিদ (৩৯) নামের এক যুবক। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার জোঁকা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন।
আটক তৌহিদুর রহমান তৌহিদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি গ্রামে।
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তৌহিদের পকেট থেকে ডাকাতির মালামাল (কানের দুল) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’
ভুক্তভোগী পারুল বেগম বলেন, ‘আমার স্বামী হাফিজুর রহমান মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে এক সন্তান ও শ্বশুরসহ আমি থাকি। শুক্রবার মধ্যরাতে ৫ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়িতে আসে। পুলিশ পরিচয় দিয়ে ৪ জন বাড়ির ভেতরে ঢুকে আমার শ্বশুর তসলিম হোসেনকে জিম্মি করে। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে দরজা খুলতে বাধ্য করে ঘরে ঢুকে আমাদের বেঁধে রেখে নগদ ২০ হাজার টাকা, ১ জোড়া কানের দুল, দুটো মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।’
পারুল বেগম আরও বলেন, ‘ডাকাতির সময় বাড়ির ছাদে উঠে যায় তাঁরা। এই সুযোগে ছাড়া পেয়ে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ও পুলিশ এসে একজনকে ধরে ফেলে।’
এসআই সঞ্জিত কুমার বলেন, ‘ডাকাতির ঘটনা চলার সময় আমাদের ক্যাম্পের পুলিশ ওই এলাকায় টহলে ছিল। ঘটনা টের পেয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাতরা বাড়ির ছাদ থেকে নিচে লাফ দেয়। এ সময় তৌহিদ নামের একজনকে পুলিশ ধরে ফেলেন। তখন ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বাধা উপেক্ষা করে ডাকাতকে মারধর করেছে। পরে পুলিশ তাঁকে আটক করে হেফাজতে নেয়।’

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৬ মিনিট আগে
সকাল থেকেই আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অনেককে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনসভাস্থলে আসতে দেখা গেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে