Ajker Patrika

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২০: ২১
রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

কয়লা সংকটের কারণে বন্ধ হওয়া রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ফের চালু হতে যাচ্ছে। এ জন্য ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে কয়লা। আজ রোববার বেলা ১১টার দিকে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া ১২ নম্বর বয়ায় নোঙর করা ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজে করে এই কয়লা আনা হয়।

এই চালানে ৩১ হাজার ৭০০ টন কয়লা আনা হয়েছে জানিয়ে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০ টন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে বসুন্ধরা ইমপ্রেস জাহাজ। এরপর ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার টন কয়লা খালাস করা হয়। বাকি ৩১ হাজার ৭০০ টন কয়লা নিয়ে জাহাজটি আজ মোংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে এই জ্বালানি কয়লা পৌঁছে দেওয়া হবে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে। এর আগে ৫ আগস্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার টন কয়লার পুরোটাই আজ বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছে। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছানোর দু-এক দিনের মধ্যেই আবার বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল।

১ হাজার ৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...