কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতির তর্কাতর্কি ঘটনা ঘটেছে। পরে ওই আদালতের বিচারক এ বিষয়ে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পেশকার কামরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের ভেতরে আইনজীবীদের সঙ্গে বিচারকের সামান্য একটু হট্টগোল হয়েছে।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, ‘আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুসের আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় রুজু করা একটি মামলার জামিনের শুনানি চলছিল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুকাদ্দেস হোসেন মোকা ও সরোয়ার হোসেন। শুনানি শেষে আদালত মামলার আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
ওই আইনজীবী বলেন, ‘মামলাটি শুনানির আগে বাদী ও বিবাদীপক্ষ নিজেদের মধ্যে আপসনামা করেন। আপসনামার কপিও আদালতে জমা দেওয়া হয়। তা সত্ত্বেও আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়ায় উভয় পক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হন। খবর শুনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল আরও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন।’ তিনি বলেন, ‘এই ঘটনার পর বেলা ৪টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে আলোচনার জন্য আইনজীবী নেতাদের ডাকেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাইরে আছি। এ বিষয়ে শুনেছি, কিন্তু বিস্তারিত কিছু জানি না। তাই বলতে পারব না।’
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিচারক কমপ্লেন না করলে আপনারা কিছু লিখবেন না।’
নুরুল ইসলাম দুলাল আরও বলেন, ‘বিচারক এবং আইনজীবী সমিতির মধ্যে সমন্বয় থাকলে কোনো কিছুই না। সে ক্ষেত্রে বিচারকও আইনজীবীদের দুটো কথা বলতে পারেন, আবার আইনজীবীরাও বিচারকদের দুটো কথা বলতে পারেন।’

কুষ্টিয়ার আদালতে বিচারকের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতির তর্কাতর্কি ঘটনা ঘটেছে। পরে ওই আদালতের বিচারক এ বিষয়ে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ বুধবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পেশকার কামরুল ইসলাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের ভেতরে আইনজীবীদের সঙ্গে বিচারকের সামান্য একটু হট্টগোল হয়েছে।’ তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, ‘আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুসের আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় রুজু করা একটি মামলার জামিনের শুনানি চলছিল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মুকাদ্দেস হোসেন মোকা ও সরোয়ার হোসেন। শুনানি শেষে আদালত মামলার আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’
ওই আইনজীবী বলেন, ‘মামলাটি শুনানির আগে বাদী ও বিবাদীপক্ষ নিজেদের মধ্যে আপসনামা করেন। আপসনামার কপিও আদালতে জমা দেওয়া হয়। তা সত্ত্বেও আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়ায় উভয় পক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হন। খবর শুনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল আরও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন।’ তিনি বলেন, ‘এই ঘটনার পর বেলা ৪টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে আলোচনার জন্য আইনজীবী নেতাদের ডাকেন।’
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাইরে আছি। এ বিষয়ে শুনেছি, কিন্তু বিস্তারিত কিছু জানি না। তাই বলতে পারব না।’
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম দুলাল মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিচারক কমপ্লেন না করলে আপনারা কিছু লিখবেন না।’
নুরুল ইসলাম দুলাল আরও বলেন, ‘বিচারক এবং আইনজীবী সমিতির মধ্যে সমন্বয় থাকলে কোনো কিছুই না। সে ক্ষেত্রে বিচারকও আইনজীবীদের দুটো কথা বলতে পারেন, আবার আইনজীবীরাও বিচারকদের দুটো কথা বলতে পারেন।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে