ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে রেজিস্ট্রার বরাবর মেইল করেছেন এক ভুক্তভোগীর বাবা। আজ মঙ্গলবার মেইলটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগীর নাম গোপন রাখা হলেও তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
পাঠানো মেইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীর বাবা শওকত হোসেন বলেন, ‘মাননীয় হাইকোর্ট ঘোষণা করেছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আইনত নিষিদ্ধ এবং কেউ এটি করলে শাস্তি পাবে, একই সঙ্গে তার ছাত্রত্ব বাতিল হবে। অথচ আমার ছেলে গত সপ্তাহে র্যাগিংয়ের শিকার হয়েছে এবং তার সঙ্গে থাকা ৭-৮ জনও র্যাগিংয়ের শিকার হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার সন্তানকে শৃঙ্খলা শেখানোর জন্য বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এর ফলে আমার ছেলে ভয় পায় এবং রাতে ঘুমায় না। আমি রেজিস্ট্রারের কাছে সাহায্য চাই এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ জানাই।’
ভুক্তভোগীর বাবা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তানের সঙ্গে যেটি ঘটেছে, তা একজন পিতা হিসেবে আমি হতবাক হয়েছি। আমার পরিবারের ঘুম হারাম হয়ে গেছে। এই মুহূর্তে আমার সন্তানের নাম আমি বলতে চাচ্ছি না। কারণ আমি চাই না, আমার সন্তান কোনো বিপদে পড়ুক।’
এ বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। তা ছাড়া কেউ আমাকে এমন কিছু বলেনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘রেজিস্ট্রার অফিস থেকে মেইলের কপিটি পেয়েই বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। শিক্ষার্থীর বাবা আমাদের এখনো বিস্তারিত তথ্য দেননি। তারপরও আমরা চেষ্টা করছি।’

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে রেজিস্ট্রার বরাবর মেইল করেছেন এক ভুক্তভোগীর বাবা। আজ মঙ্গলবার মেইলটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগীর নাম গোপন রাখা হলেও তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
পাঠানো মেইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীর বাবা শওকত হোসেন বলেন, ‘মাননীয় হাইকোর্ট ঘোষণা করেছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আইনত নিষিদ্ধ এবং কেউ এটি করলে শাস্তি পাবে, একই সঙ্গে তার ছাত্রত্ব বাতিল হবে। অথচ আমার ছেলে গত সপ্তাহে র্যাগিংয়ের শিকার হয়েছে এবং তার সঙ্গে থাকা ৭-৮ জনও র্যাগিংয়ের শিকার হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার সন্তানকে শৃঙ্খলা শেখানোর জন্য বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এর ফলে আমার ছেলে ভয় পায় এবং রাতে ঘুমায় না। আমি রেজিস্ট্রারের কাছে সাহায্য চাই এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ জানাই।’
ভুক্তভোগীর বাবা শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তানের সঙ্গে যেটি ঘটেছে, তা একজন পিতা হিসেবে আমি হতবাক হয়েছি। আমার পরিবারের ঘুম হারাম হয়ে গেছে। এই মুহূর্তে আমার সন্তানের নাম আমি বলতে চাচ্ছি না। কারণ আমি চাই না, আমার সন্তান কোনো বিপদে পড়ুক।’
এ বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। তা ছাড়া কেউ আমাকে এমন কিছু বলেনি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘রেজিস্ট্রার অফিস থেকে মেইলের কপিটি পেয়েই বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। শিক্ষার্থীর বাবা আমাদের এখনো বিস্তারিত তথ্য দেননি। তারপরও আমরা চেষ্টা করছি।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে