Ajker Patrika

জাতীয় নির্বাচন সামনে রেখে ইবিতে নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় নির্বাচন সামনে রেখে ইবিতে নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। নির্বাচনে রাজনীতির মাঠ দখলকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠতে পারে—এমন শঙ্কা থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ইবি প্রশাসন সূত্রে জানা গেছে।

এরই মধ্যে ইবি প্রশাসনকে আইসিটি সেল কয়েকটি প্রস্তাবও দিয়েছে। এর মধ্যে রয়েছে, আবাসিক হলগুলোর সামনে ও পেছনে আইপি ক্যামেরা বসানো। যাতে হল প্রভোস্টরা যেকোনো স্থান থেকে হল মনিটরিং করতে পারেন। তা ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টও ক্যামেরার আওতায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে প্রক্টরের কার্যালয়ের আইসিটি সেল থেকে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলোর সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হয়েছে। এসব বিষয় সামনে রেখে কুষ্টিয়া-ঝিনাইদহ পুলিশ প্রশাসনের সঙ্গে চলতি মাসেই সমন্বয় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের নিয়ন্ত্রণে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে ২০টি। এর মধ্যে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে ১৭টি ক্যামেরা। বাকি তিনটি ক্যামেরা রয়েছে ক্যাম্পাসের প্রধান ফটক ও মসজিদ রোডের একাংশে। আর পুরো ক্যাম্পাস রয়ে গেছে নিরাপত্তা বলয়ের বাইরে।

ক্যাম্পাসে চারজন কমান্ডারসহ নিরাপত্তা প্রহরী আছেন ৯৪ জন। প্রহরীদের মধ্যে ১৪ জন কুষ্টিয়ায় এবং বাকি ৭৬ জন ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এত স্বল্পসংখ্যক জনবল দিয়ে পুরো ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না বলে জানান নিরাপত্তা দপ্তরের প্রধান আব্দুস সালাম সেলিম।

এদিকে ক্যাম্পাসে রয়েছে বহিরাগতদের অবাধ বিচরণ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রায়ই দেখা মেলে বহিরাগতদের বেপরোয়া গতির বাইক। তারা মফিজ লেকে মাদকের আসর বসায়। সড়কবাতি থেকে শুরু করে লেক ব্রিজের সৌন্দর্য বর্ধন বাতি এবং বাউন্ডারি দেয়াল রক্ষা পায়নি তাদের হাত থেকে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আইসিটি সেলকে নোট দিয়েছি ক্যামেরাগুলোর অবস্থা জানতে। বহিরাগতদের ব্যাপারে প্রশাসন সব সময় কঠোর। কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। বিশ্ববিদ্যালয় চাইলে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে প্রস্তুত।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য কয়েকটি প্রস্তাব প্রশাসনকে দিয়েছি। প্রশাসন নিরাপত্তার বিষয়ে টেকনিক্যাল যেসব সিদ্ধান্ত নেবে, আইসিটি সেল সেসব বাস্তবায়ন করবে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসন নিরাপত্তার জন্য একটা প্রকল্প নিয়েছে। শিগগিরই এটা অনুমোদন হয়ে যাবে। নষ্ট ক্যামেরাগুলো অতি দ্রুত ঠিক করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত