গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন বেঁচে ফিরতে পেরেছে।
রজনীর মরদেহ ইতিমধ্যে তাদের গ্রামের বাড়িতে আনা হয়েছে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের মেয়ে রজনী খাতুন তাঁর মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মারা যান।
রজনী খাতুনের ভাই আশিক আহমেদ বলেন, ‘দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। এ কারণে বোন রজনী খাতুনকে নিয়ে ঢাকার তিনি বাসায় বসবাস করেন। আর বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো ঝুমঝুমকে স্কুল থেকে আনতে যান রজনী খাতুন। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ভাগনি ঝুমঝুম প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন পরিবারের কাছে আছে।’
মটমুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিয়ামত আলী বলেন, ‘ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান রজনী খাতুন। আজ মঙ্গলবার ভোরবেলায় মরদেহ গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে তাঁর বাবার বাড়ি নিয়ে আসা হয়। এখানে মাত্র পাঁচ মিনিট অবস্থান করে তাঁর স্বামীর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে মরদেহ নিয়ে যায়। এখান থেকে পরিবারের সবাই দৌলতপুরে গেছে।’
আরও খবর পড়ুন:

রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন বেঁচে ফিরতে পেরেছে।
রজনীর মরদেহ ইতিমধ্যে তাদের গ্রামের বাড়িতে আনা হয়েছে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের মেয়ে রজনী খাতুন তাঁর মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মারা যান।
রজনী খাতুনের ভাই আশিক আহমেদ বলেন, ‘দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। এ কারণে বোন রজনী খাতুনকে নিয়ে ঢাকার তিনি বাসায় বসবাস করেন। আর বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়ে। প্রতিদিনের মতো ঝুমঝুমকে স্কুল থেকে আনতে যান রজনী খাতুন। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ভাগনি ঝুমঝুম প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন পরিবারের কাছে আছে।’
মটমুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিয়ামত আলী বলেন, ‘ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যান রজনী খাতুন। আজ মঙ্গলবার ভোরবেলায় মরদেহ গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে তাঁর বাবার বাড়ি নিয়ে আসা হয়। এখানে মাত্র পাঁচ মিনিট অবস্থান করে তাঁর স্বামীর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে মরদেহ নিয়ে যায়। এখান থেকে পরিবারের সবাই দৌলতপুরে গেছে।’
আরও খবর পড়ুন:

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৮ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
১১ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
১৪ মিনিট আগে