Ajker Patrika

ইবিতে র‍্যাগিং ও ভাঙচুরের ঘটনায় তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

ইবি প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৪: ৪৮
ইবিতে র‍্যাগিং ও ভাঙচুরের ঘটনায় তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং ও চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় তিন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ছাত্র শৃঙ্খলা সভায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

এর মধ্যে র‍্যাগিংয়ের ঘটনায় স্থায়ী বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন হিউম্যান রিসোর্সের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের হিশাম নাজির শুভ ও মিজানুর রহমান ইমন। গত ৯ সেপ্টেম্বর একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিন ওসমানকে র‍্যাগিং ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ ওঠে এই দুজনের বিরুদ্ধে। এ ঘটনার সত্যতার প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় অভিযুক্ত একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শাহরিয়ার পুলক, শেখ সালাউদ্দীন সাকিব ও সাদমান সাকিব আকিবকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া গত ১০ জুলাই চিকিৎসাকেন্দ্রে ভাঙচুরের ঘটনার সত্যতা পাওয়ায় প্রধান অভিযুক্ত আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিক কাব্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তাঁর অন্য দুই সহযোগী একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সালমান আজিজ ও আতিক আরমানকে সতর্ক করা হয়েছে।

ছাত্র শৃঙ্খলার সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত