বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগের সময় বিতরণের জন্য দেওয়া খাদ্যসামগ্রী পাওয়া গেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুমে।
আজ সোমবার দুপুরে এ খাদ্যসামগ্রীর সন্ধান পাওয়া যায়। এ সময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির সদস্য আবু হাসান, মোংলা উপজেলা নাগরিক কমিটির সদস্য খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল, মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট।
নাগরিক কমিটির সদস্যরা অভিযোগ করেন, ঘূর্ণিঝড় রিমালে দুর্গতদের জন্য এসব খাদ্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এখানে শীতের কম্বলও পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘মাত্র সাত দিন হয় এখানে যোগদান করেছি। গুদামে খাদ্যসামগ্রী থাকার বিষয়ে আমার কাছে কোনো তথ্য ছিল না। আজকে (সোমবার) আমি কার্যালয়েও ছিলাম না। তবে অফিসের স্টাফদের সঙ্গে কথা বলে জেনেছি, গেল ৭-৮ মাস আগে থেকে এ গুদামের চাবি ইউএনওর স্টাফদের কাছে ছিল। আর এটি সরকারি গুদাম, সরকারি পণ্য থাকতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁরা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী কাজ করা হবে। মোংলা দুর্যোগপ্রবণ এলাকা। তাই জরুরি প্রয়োজনে বিতরণের জন্য হয়তো এগুলো রাখা হয়েছিল।’
যোগাযোগ করা হলে বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। আমি ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখছি।’

বাগেরহাটের মোংলায় বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগের সময় বিতরণের জন্য দেওয়া খাদ্যসামগ্রী পাওয়া গেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুমে।
আজ সোমবার দুপুরে এ খাদ্যসামগ্রীর সন্ধান পাওয়া যায়। এ সময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির সদস্য আবু হাসান, মোংলা উপজেলা নাগরিক কমিটির সদস্য খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল, মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট।
নাগরিক কমিটির সদস্যরা অভিযোগ করেন, ঘূর্ণিঝড় রিমালে দুর্গতদের জন্য এসব খাদ্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এখানে শীতের কম্বলও পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘মাত্র সাত দিন হয় এখানে যোগদান করেছি। গুদামে খাদ্যসামগ্রী থাকার বিষয়ে আমার কাছে কোনো তথ্য ছিল না। আজকে (সোমবার) আমি কার্যালয়েও ছিলাম না। তবে অফিসের স্টাফদের সঙ্গে কথা বলে জেনেছি, গেল ৭-৮ মাস আগে থেকে এ গুদামের চাবি ইউএনওর স্টাফদের কাছে ছিল। আর এটি সরকারি গুদাম, সরকারি পণ্য থাকতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁরা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী কাজ করা হবে। মোংলা দুর্যোগপ্রবণ এলাকা। তাই জরুরি প্রয়োজনে বিতরণের জন্য হয়তো এগুলো রাখা হয়েছিল।’
যোগাযোগ করা হলে বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। আমি ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখছি।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে