Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালে বিতরণ না করা ত্রাণ মিলল সরকারি গুদামে

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুমে পাওয়া ত্রাণ। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটের মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুমে পাওয়া ত্রাণ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলায় বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগের সময় বিতরণের জন্য দেওয়া খাদ্যসামগ্রী পাওয়া গেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুমে।

আজ সোমবার দুপুরে এ খাদ্যসামগ্রীর সন্ধান পাওয়া যায়। এ সময় বাগেরহাট জেলা নাগরিক কমিটির সদস্য আবু হাসান, মোংলা উপজেলা নাগরিক কমিটির সদস্য খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল, মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট।

নাগরিক কমিটির সদস্যরা অভিযোগ করেন, ঘূর্ণিঝড় রিমালে দুর্গতদের জন্য এসব খাদ্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তা বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এখানে শীতের কম্বলও পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘মাত্র সাত দিন হয় এখানে যোগদান করেছি। গুদামে খাদ্যসামগ্রী থাকার বিষয়ে আমার কাছে কোনো তথ্য ছিল না। আজকে (সোমবার) আমি কার্যালয়েও ছিলাম না। তবে অফিসের স্টাফদের সঙ্গে কথা বলে জেনেছি, গেল ৭-৮ মাস আগে থেকে এ গুদামের চাবি ইউএনওর স্টাফদের কাছে ছিল। আর এটি সরকারি গুদাম, সরকারি পণ্য থাকতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানানো হয়েছে। তাঁরা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী কাজ করা হবে। মোংলা দুর্যোগপ্রবণ এলাকা। তাই জরুরি প্রয়োজনে বিতরণের জন্য হয়তো এগুলো রাখা হয়েছিল।’

যোগাযোগ করা হলে বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। আমি ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত