খুলনা প্রতিনিধি
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। তবে রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন খুলনার দৌলতপুর থানার বণিকপাড়া খানাবাড়ির মো. নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা এলাকার জুয়েল মাহমুদ সাগর।
আদালতের সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুলাই রাতে খালিশপুর থানা-পুলিশ ৪০ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম সুমন ও জুয়েল মাহমুদ সাগরকে আটক করে। এ ঘটনায় খালিশপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছরের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়র হোসেন তাঁদের দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। তবে রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন খুলনার দৌলতপুর থানার বণিকপাড়া খানাবাড়ির মো. নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা এলাকার জুয়েল মাহমুদ সাগর।
আদালতের সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুলাই রাতে খালিশপুর থানা-পুলিশ ৪০ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম সুমন ও জুয়েল মাহমুদ সাগরকে আটক করে। এ ঘটনায় খালিশপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছরের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়র হোসেন তাঁদের দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ও ভাবকী ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয়ে আব্দুল জলিল শাহ একটি বিজ্ঞপ্তিতে তিনটি স্থানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের জন্য সভার আয়োজনের ঘোষণা দেন।
৯ মিনিট আগেশুক্রবার বিকেলে বাড়ির সামনে মামুন মিয়ার সাথে তার আপন ভাই আল আমিন মিয়া বন্ধকি কচুক্ষেত নিয়ে ঝগড়ায় জড়ায়। তাদের দুই ভাইয়ের ঝগড়া থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে গেলে মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে মামুন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফুয়াদের বুকে আঘাত করে। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
১০ মিনিট আগেএ সময় শিক্ষার্থীদের ’সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ’আমার ভাই মরলো কেন? তারেক জিয়া জবাব দে, ইন্টেরিম জবাব দে’, ’বিএনপির অনেক গুন ১০ মাসে ১০০ খুন’, ’পাথর মেরে করছে খুন, বিএনপির অনেক গুন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
১৫ মিনিট আগেমিছিলটি উপজেলা মোড় হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে জেলখানা মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
২৩ মিনিট আগে