
মেহেরপুরের গাংনীতে হেফজখানার খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সাহেবনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)।
মামলার বিবরণে জানা গেছে, ছৈরুদ্দিন সাহেবনগর দক্ষিণপাড়ার কবরস্থান হেফজখানা ও ঈদগাহ মাঠের খাদেম ছিলেন। কিন্তু এ জন্য তিনি কমিটির কাছ থেকে কোনো টাকাপয়সা নিতেন না। কোনো বিষয় নিয়ে আসামি ইমাদুল ও শুকুর আলীর সঙ্গে তাঁর বিরোধ বাধে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে ছৈইরুদ্দিন শিক্ষার্থী পলাশকে নিয়ে হেফজখানার ছাগলের জন্য কাঁঠালপাতা আনতে বের হন। কবরস্থানের জঙ্গলে গেলে সেখানে ওত পেতে থাকা দুই আসামি ধারালো অস্ত্র দিয়ে ছৈইরুদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আখের আলী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে গাংনী থানায় মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান গাংনী থানার তৎকালীন পরিদর্শক (ওসি) সাজেদুল ইসলাম। পরে মামলার তদন্তভার পড়ে কুষ্টিয়া পিবিআইয়ের এসআই শরিফুল ইসলামের ওপর। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দুই আসামি। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালত যাওয়ার কথা বলেছেন।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৬ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৮ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৪০ মিনিট আগে