
যশোরের মনিরামপুরে সহকর্মীর সঙ্গে ঘুরতে বেরিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গতকাল শনিবার দিবাগত রাতে মনিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, গত শুক্রবার রাতে উপজেলার একটি এলাকার কবরস্থানে তিনি ধর্ষণের শিকার হন। ২৬ বছর বয়সী এই নারী অভয়নগর উপজেলায় একটি পাটকলের শ্রমিক। তাঁর একটি শিশুসন্তান রয়েছে। ৮-৯ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে থেকে পাটকলে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
এ ঘটনায় পুলিশ শনিবার আবু সাইদ (২৫) ও হাবিবুল্লাহ (২৩) নামের দুজনকে গ্রেপ্তারর করেছে।
ওই পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে কাপড়ের দোকানের পাওনা মেটাতে উপজেলার কালীবাড়ি মোড়ে যান এই নারী শ্রমিক। সেখানে মিলের সহকর্মীর সঙ্গে দেখা হলে তাঁরা ভ্যানে করে ঘুরতে বের হন।
নারীর সহকর্মী বলেন, রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় দাঁড়িয়ে আমি এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। তখন আমার নারী সহকর্মী একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। আমরা কথা বলার একপর্যায়ে মোটরসাইকেলযোগে সাইদ সেখানে আসেন। এরপর আসেন হাবিবুল্লাহ। তাঁরা ওই নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ২ হাজার টাকা দাবি করেন। সহকর্মীকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে আমি মোবাইল ফোনে থাকা ২ হাজার টাকা তুলে ওদের দিই। এর পরও নারী সহকর্মীকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারিনি। আবু সাইদ ও হাবিবুল্লাহ তাঁকে নিয়ে রাত ১২টার দিকে একটি কবরস্থানে ফেলে দুজনে মিলে ধর্ষণ করেন।
ঘটনা জানাজানি হলে নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা শনিবার সকাল ৯টার দিকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে। এরপর বিকেল ৫টার দিকে কর্মস্থল অভয়নগরের পাটকল থেকে আবু সাইদ পুলিশের হাতে গ্রেপ্তার হন।
ওই নারীর মা বলেন, ‘ওই দিন বিকেলে কাপড়ের দোকানের বকেয়া মেটাতে আমার মেয়ে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে রাতে ওর নানার বাড়িতে গিয়ে থাকার কথা ছিল। এর মধ্যে মেয়ের এই সর্বনাশ হয়েছে। আসামিদের লোকজন বিষয়টি মিটমাটের জন্য লোকজনকে ধরাধরি করছে। আমরা পুলিশের আশ্রয়ে আইছি। এর সঠিক বিচার চাই।’
আজ রোববার মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী নারী বাদী হয়ে দুজনের নামে মামলা করেছেন। আমরা দুজনকেই গ্রেপ্তার করেছি। তাঁদের আদালতে পাঠানো হবে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে