Ajker Patrika

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছবি: আজকের পত্রিকা
নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করেন। একই সময়ে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশের ধর্ষকদের ফাঁসির দাবিতে সম্মিলিত বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

খুলনা মেডিকেল কলেজের কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মিরাজ আল ইমরান এ নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের কে-৩১ ব্যাচের শিক্ষার্থী ইরটেজা, কে-৩২ ব্যাচের শিক্ষার্থী অর্ণ, ও কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ মিছিলে তারা-‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪-এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলটি খুলনা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে এসে বিক্ষোভ মিছিল এসে শেষ করে। একই সময়ে নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত