
যশোরের মনিরামপুরে খোরশেদ আলম নামের এক কৃষকের দেড় বিঘা জমির অন্তত ১০ মণ সরিষা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কে বা কারা কৃষকের এই ক্ষতি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তূপে আগুন দিয়েছে।
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, ‘গতকাল শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ উত্তর দিকে মাঠে আগুন জ্বলতে দেখা যায়। দৌড়ে মোড়ের সবাই এগিয়ে গিয়ে দেখি, খোরশেদ আলমের সরিষার স্তূপ পুড়ছে। তখন কয়েকজন এগিয়ে গিয়ে চার-পাঁচ কাঠা জমির ফসল রক্ষা করতে পেরেছে।’
ভুক্তভোগী খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান বেগম বলেন, ‘চার দিন ধরে ২০ জন শ্রমিক নিয়ে দেড় বিঘা জমির পাকা সরিষা তুলে মাঠে স্তূপ করে রেখেছি। আজ সকালে সরিষা ঝাড়ার কথা ছিল। তার আগেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল।’

নুরজাহান বেগম আরও বলেন, ‘মাঠে আরও অনেকের সরিষা স্তূপ করা আছে। কারও কোনো ক্ষতি হলো না। আমাদের কোনো শত্রু নেই। ধারণা হচ্ছে, মাঠে নেশা করতে এসে কেউ শত্রুতা করে সরিষার স্তূপে আগুন দিয়েছে।’
দেড় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষ করা হয়েছিল। ফলন খুব ভালো হয়েছিল। আগুন লেগে অন্তত ১০ মণ সরিষা পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যশোরের মনিরামপুরে খোরশেদ আলম নামের এক কৃষকের দেড় বিঘা জমির অন্তত ১০ মণ সরিষা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কে বা কারা কৃষকের এই ক্ষতি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তূপে আগুন দিয়েছে।
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, ‘গতকাল শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ উত্তর দিকে মাঠে আগুন জ্বলতে দেখা যায়। দৌড়ে মোড়ের সবাই এগিয়ে গিয়ে দেখি, খোরশেদ আলমের সরিষার স্তূপ পুড়ছে। তখন কয়েকজন এগিয়ে গিয়ে চার-পাঁচ কাঠা জমির ফসল রক্ষা করতে পেরেছে।’
ভুক্তভোগী খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান বেগম বলেন, ‘চার দিন ধরে ২০ জন শ্রমিক নিয়ে দেড় বিঘা জমির পাকা সরিষা তুলে মাঠে স্তূপ করে রেখেছি। আজ সকালে সরিষা ঝাড়ার কথা ছিল। তার আগেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল।’

নুরজাহান বেগম আরও বলেন, ‘মাঠে আরও অনেকের সরিষা স্তূপ করা আছে। কারও কোনো ক্ষতি হলো না। আমাদের কোনো শত্রু নেই। ধারণা হচ্ছে, মাঠে নেশা করতে এসে কেউ শত্রুতা করে সরিষার স্তূপে আগুন দিয়েছে।’
দেড় বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষ করা হয়েছিল। ফলন খুব ভালো হয়েছিল। আগুন লেগে অন্তত ১০ মণ সরিষা পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে