
চিত্রা নদীদূষণ ও দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঝিনাইদহের জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান সংশ্লিষ্ট ব্যক্তিরা। পর্যায়ক্রমে নদীর পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় চিত্রা নদীর দৈর্ঘ্য ৫৭.৭৭ কিলোমিটার। এর মধ্যে অবৈধ স্থাপনা রয়েছে ৯৪টি। এর মধ্যে কোটচাঁদপুরে ৩৪টি আর ৬০টি স্থাপনা কালীগঞ্জে। গত কয়েক মাস আগে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন অংশে নদীর সীমানা মেপে নির্ধারণ করা হয়। এ সময় নদীর মধ্যে ধরা পড়ে ৩৪টি অবৈধ পুকুর ও একটি মন্দিরের কিছু অংশ। সে অনুযায়ী ওই সব অবৈধ দখলদারদের প্রত্যেককে নোটিশ করা হয়। মাইকিং করা হয়, পুরো এলাকাজুড়ে। এরপরও দখলদাররা তাঁদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ সকাল থেকে চিত্রা নদীদূষণ ও দখলমুক্ত করতে কাজ শুরু করেছে ঝিনাইদহের জেলা প্রশাসন।
অভিযানে ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) কাজী আনিসুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সার্ভেয়ার গোলাম মর্তুজ আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন ও কোটচাঁদপুরের লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কবির হোসেন।
পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের চিত্রা নদীর মধ্যে ৩৪টি স্থাপনা পড়েছে। আমরা ২০ দিন আগে নদীর সীমানা মেপে নির্ধারণ করে নোটিশ করেছিলাম। আজ সকাল থেকে ওই সব অবৈধ পুকুর নদীর সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী তিন দিন। আমরা আশা করছি, আগামী ৩ দিনের মধ্যে অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হবে।’ তিনি বলেন, নদী দখলমুক্ত করতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। ওই সময় তাঁরা ঘটনাস্থলে ছিলেন। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ওই সব দখলদারদের বিরুদ্ধে মামলা করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, না কোনো মামলা হচ্ছে না। কারণ তাঁরা কোনো বাধা প্রদান করেননি।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে