যশোর প্রতিনিধি

যশোরে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যায় জেলা বিডি হলে এই ঘটনা ঘটে।
নেতা-কর্মীরা জানান, কমিটি গঠন ও কার্যক্রম গতিশীল করতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতারা জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও সদস্য শাহরিয়ার কবির।
অনুষ্ঠানের একপর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির পদ স্থগিত হওয়া সদস্যসচিব জেসিনা মুর্শিদ। এ সময় অডিটরিয়ামে উপস্থিত শিক্ষার্থীরা তাঁর উদ্দেশে নানা স্লোগান দেন এবং অডিটরিয়াম ত্যাগ না করলে অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেসিনা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতবিনিময় সভায় ছাত্র সংসদ কমিটি গঠন, কার্যক্রম নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বক্তারা বলেন, ‘আমাদের সংগঠন দুর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স, কোনো রকম অপকর্ম করলে আমাদের সংগঠনে জায়গা নেই।’
দেশে অস্থিরতাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে সব সময় সজাগ থাকতে হবে। দেশে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের জায়গা হবে না। আর কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে ছাত্রসমাজকে সব সময় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
এই বিষয়ে কথা বলতে জেসিনা মুর্শিদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। গত ৪ ফেব্রুয়ারি নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেসিনা মুর্শিদের পদ সাময়িক স্থগিত করা হয়।

যশোরে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যায় জেলা বিডি হলে এই ঘটনা ঘটে।
নেতা-কর্মীরা জানান, কমিটি গঠন ও কার্যক্রম গতিশীল করতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতারা জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও আব্দুস শহীদ নাসিম, সংগঠক সুলতানা খাতুনে জান্নাত ও সদস্য শাহরিয়ার কবির।
অনুষ্ঠানের একপর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির পদ স্থগিত হওয়া সদস্যসচিব জেসিনা মুর্শিদ। এ সময় অডিটরিয়ামে উপস্থিত শিক্ষার্থীরা তাঁর উদ্দেশে নানা স্লোগান দেন এবং অডিটরিয়াম ত্যাগ না করলে অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেসিনা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতবিনিময় সভায় ছাত্র সংসদ কমিটি গঠন, কার্যক্রম নিয়ে নানা পরামর্শ ও দিকনির্দেশনা তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। এ সময় বক্তারা বলেন, ‘আমাদের সংগঠন দুর্নীতির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স, কোনো রকম অপকর্ম করলে আমাদের সংগঠনে জায়গা নেই।’
দেশে অস্থিরতাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজকে সব সময় সজাগ থাকতে হবে। দেশে আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের জায়গা হবে না। আর কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে ছাত্রসমাজকে সব সময় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
এই বিষয়ে কথা বলতে জেসিনা মুর্শিদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। গত ৪ ফেব্রুয়ারি নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেসিনা মুর্শিদের পদ সাময়িক স্থগিত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে