চুয়াডাঙ্গা প্রতিনিধি

স্ত্রীকে হত্যার পর ছিলেন আত্মগোপনে। ভারতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক হলে মিথ্যা পরিচয় দেন। পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশে ফিরিয়ে আনার পর পাসপোর্টের মামলায় আদালতে তোলা হয় তাঁকে। পরে সেখানেই শনাক্ত করেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা।
ওই ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার আনোয়ার হোসেন (৪২)। তবে তিনি নিজেকে বিএসএফের কাছে রবিউল ইসলাম নামে পরিচয় দিয়েছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গা শহরের সুমিরদিয়া পাড়ায় সাদিয়া সুলতানা নয়নতারাকে (৩৫) পরকীয়া সন্দেহে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন আনোয়ার হোসেন। এরপর প্রায় ১০ মাস ধরে আত্মগোপনে ছিলেন তিনি। আসল পরিচয় গোপন করে গত ৪ জুলাই সকালে আনোয়ার হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমার রাঙ্গেয়ারপোতা এলাকায় অনুপ্রবেশ করেন।
সেখানে বিএসএফের কাছে ধরা পড়ার পর আনোয়ার হোসেন নিজেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার মৃত আতাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম হিসেবে পরিচয় দেন। ওই দিন দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁকে পাসপোর্ট আইনে মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, পাসপোর্ট আইনের মামলায় দর্শনা পুলিশ আনোয়ার হোসেনকে গত বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন।
গৃহবধূ সাদিয়া সুলতানা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নীতিশ কুমার আদালতকে জানান, রবিউল ইসলামের প্রকৃত নাম আনোয়ার হোসেন। তিনি স্ত্রী সাদিয়া সুলতানা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন হত্যা মামলাটির শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। আনোয়ার হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্ত্রীকে হত্যার পর ছিলেন আত্মগোপনে। ভারতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক হলে মিথ্যা পরিচয় দেন। পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশে ফিরিয়ে আনার পর পাসপোর্টের মামলায় আদালতে তোলা হয় তাঁকে। পরে সেখানেই শনাক্ত করেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা।
ওই ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার আনোয়ার হোসেন (৪২)। তবে তিনি নিজেকে বিএসএফের কাছে রবিউল ইসলাম নামে পরিচয় দিয়েছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গা শহরের সুমিরদিয়া পাড়ায় সাদিয়া সুলতানা নয়নতারাকে (৩৫) পরকীয়া সন্দেহে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন আনোয়ার হোসেন। এরপর প্রায় ১০ মাস ধরে আত্মগোপনে ছিলেন তিনি। আসল পরিচয় গোপন করে গত ৪ জুলাই সকালে আনোয়ার হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমার রাঙ্গেয়ারপোতা এলাকায় অনুপ্রবেশ করেন।
সেখানে বিএসএফের কাছে ধরা পড়ার পর আনোয়ার হোসেন নিজেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার মৃত আতাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম হিসেবে পরিচয় দেন। ওই দিন দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁকে পাসপোর্ট আইনে মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গা আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, পাসপোর্ট আইনের মামলায় দর্শনা পুলিশ আনোয়ার হোসেনকে গত বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন।
গৃহবধূ সাদিয়া সুলতানা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নীতিশ কুমার আদালতকে জানান, রবিউল ইসলামের প্রকৃত নাম আনোয়ার হোসেন। তিনি স্ত্রী সাদিয়া সুলতানা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন হত্যা মামলাটির শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। আনোয়ার হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে