মাগুরা আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র বাবু মিয়া। বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে মাকে অমানুষিক খাটুনি করতে দেখছেন তিনি। দেখেছেন নানাবাড়িতে একটা খুপরি ঘরে কোনোমতে চার ভাইবোনকে নিয়ে বাস করতে। সেই ঘরের দরজা ভাঙা। জানালার ফাঁক গলে ভেতরে ঢোকে কুকুর-বিড়াল। ঝড়-বৃষ্টিতে টিনের চালের ফুটো দিয়ে পানি গড়িয়ে ভিজে যায় বিছানা-বালিশ। এসব কষ্টের কথা, মায়ের সংগ্রামের কথা, অন্যের বাড়িতে বসবাসের গ্লানির কথা লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছিলেন বাবু। তাঁর সেই খুদে বার্তায় সাড়া দিলেন প্রধানমন্ত্রী। বাবু মিয়া পেলেন একটি পাকা ঘরসহ দুই শতক জমি।
গত শনিবার বিকালে মাগুরার হাজরাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় দুই শতক খাসজমিতে নির্মিত দুই কক্ষের টিনশেডের ঘর দেওয়া হয় তাঁকে। জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের উপস্থিতিতে বাবু মিয়ার কাছে বাড়ি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়।
আজকের পত্রিকাকে বাবু বলেন, ‘আমার বাবার কোনো জায়গা-জমি না থাকায় আমরা পারিবারিকভাবে ভূমিহীন ছিলাম। অন্যের বাড়িতে একটা ঘরে আর থাকা যাচ্ছিল না। তাই অনেক কষ্ট করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোন নম্বর জোগাড় করে বাড়ি চেয়ে এসএমএস পাঠাই। প্রধানমন্ত্রী আমার এসএমএসে সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৪ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে