বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। তবে তাঁর নামে কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, বিশেষ যোগাযোগের মাধ্যমে শাহাবুদ্দিন আহম্মেদ ‘মেডিকেল ভিসা’ নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যদিও বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যত বন্ধ রেখেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন চৌধুরী জানান, পাসপোর্ট যাচাই-বাছাইয়ে তাঁর বিরুদ্ধে ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলা শনাক্ত হয়। পরে তাঁকে পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পোর্ট থানার উপপরিদর্শক পবিত্র বিশ্বাস জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তাঁকে সীমান্ত পারাপারে কোনো চক্র সহযোগিতা করেছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি চক্র তাঁর ভারতে যাওয়ার ব্যবস্থা করছিল। তবে দায়িত্বশীল এক কর্মকর্তার হস্তক্ষেপে শেষ মুহূর্তে বিষয়টি ধরা পড়ে। বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রটির সংশ্লিষ্টতা শনাক্ত করা যেতে পারে।
এর আগে ৫ জুন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে একইভাবে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হিসেবে অন্তত ১৪ জন আওয়ামী লীগ নেতা ভারতে যাওয়ার চেষ্টাকালে বেনাপোলে ধরা পড়েছেন।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। তবে তাঁর নামে কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, বিশেষ যোগাযোগের মাধ্যমে শাহাবুদ্দিন আহম্মেদ ‘মেডিকেল ভিসা’ নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যদিও বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যত বন্ধ রেখেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন চৌধুরী জানান, পাসপোর্ট যাচাই-বাছাইয়ে তাঁর বিরুদ্ধে ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলা শনাক্ত হয়। পরে তাঁকে পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পোর্ট থানার উপপরিদর্শক পবিত্র বিশ্বাস জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তাঁকে সীমান্ত পারাপারে কোনো চক্র সহযোগিতা করেছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি চক্র তাঁর ভারতে যাওয়ার ব্যবস্থা করছিল। তবে দায়িত্বশীল এক কর্মকর্তার হস্তক্ষেপে শেষ মুহূর্তে বিষয়টি ধরা পড়ে। বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রটির সংশ্লিষ্টতা শনাক্ত করা যেতে পারে।
এর আগে ৫ জুন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে একইভাবে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হিসেবে অন্তত ১৪ জন আওয়ামী লীগ নেতা ভারতে যাওয়ার চেষ্টাকালে বেনাপোলে ধরা পড়েছেন।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৬ ঘণ্টা আগে