Ajker Patrika

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে

চৌগাছা প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় শরিফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে রোমেম (২১)। নিহত শরিফুল উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের আলীবক্সের ছেলে। আজ শনিবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের দ্বিতীয় স্ত্রী হাছিনা খাতুন বলেন, ‘ভোররাতে সেহরি খাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাথরুমে যাই। বাথরুমে থাকা অবস্থায় স্বামীর চিৎকার শুনে ঘরে এসে দেখি আমার স্বামীর আগের স্ত্রীর ছেলে রোমেম তাকে এলোপাতাড়ি কুপাইতেছে। থামাতে গেলে সে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।’

হাছিনা খাতুন জানান, স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁর স্বামীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত শরিফুলের চারিত্রিক সমস্যার কারণে ২০২০ সালে মেয়েকে নিয়ে তাঁর প্রথম স্ত্রী বাবার বাড়িতে চলে যান। তবে ছেলে রোমেমকে বাবা রেখে দেন। এরপর ছেলেকে বিয়ে দেন উপজেলার পুড়াপাড়া গ্রামে। তবে সেই পুত্রবধূর সঙ্গে ২০-২২ দিন আগে ছেলের বিচ্ছেদ হয়। ১৫ দিন আগে শরিফুল তাঁর দ্বিতীয় স্ত্রীর (হাছিনা) বোনের মেয়ের সঙ্গে আবার ছেলের বিয়ে দেন। এসব নিয়ে ছেলের সঙ্গে শরিফুলের দ্বন্দ্ব চলছিল।

চৌগাছা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত