কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে পেছন থেকে ছোড়া ইটের ইট-পাটকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির পেছনের গ্লাস ভেঙে দেওয়া হয়। সরকারি গাড়ি ভাঙচুরের অপরাধে অজ্ঞাতনামা আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে খোকসা পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।
ওসি বলেন, ‘বিকেলে ঘোড়া এবং নৌকা প্রার্থী ও সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। রাতে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ানোর পাঁয়তারা করে। ইট-পাথর ছোড়াছুড়ি করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে পৌরবাজার এলাকায় তাঁর (ইউএনও) সরকারি গাড়ির পেছনের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
ওসি আশিকুর রহমান আরও বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তবে রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন। তিনি বলেন, ‘সন্ধ্যায় জানিপুর ইউনিয়নের একতারপুর হোটেল মোড়ে বাবুল আখতারের সমর্থক ও জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যানের ভাইকে হাতুড়িপেটা করেছে। হয়তো সাবেক চেয়ারম্যানের লোকজন বাবুল আখতারের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এ ঘটনা ঘটতে পারে। আমি বা আমার লোকজন ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নয়।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবুল আখতার তাঁর কর্মী সমর্থকের নিয়ে গড়াই নদের ঘাট পার হয়ে ওসমানপুরে প্রচারণায় যাচ্ছিলেন। আর ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন তাঁর সমর্থকদের নিয়ে বাজার এলাকায় প্রচারণা করছিলেন। এ সময় খেয়াঘাট এলাকায় দুপক্ষের স্লোগান, বাগ্বিতণ্ডা, কিল-ঘুষি, হাতাহাতির ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী দুলাল, তুষারসহ ৫-৭ জন মারধরের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আরও জানা যায়, বিকেলের ওই ঘটনার পর থেকে উভয় পক্ষের সমর্থক ও নেতা কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। উভয় পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ও তাঁর লোকজনের বিরুদ্ধে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই শরিফুল ইসলাম শরিফকে (৪৫) হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া যায়। আহত শরিফুল জানিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমানের ভাই ও কমলাপুর গ্রামের দেলবার হোসেনের ছেলে। তিনি খোকসা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আক্তারকে মোবাইলে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত বলেন, ‘রাতে নৌকা প্রার্থীর অফিস এলাকায় লোকজনের জমায়েত ও অবরুদ্ধ করার খবর শুনেছিলাম। আমি এবং আমার লোকজন আমার কার্যালয়ে ছিলাম। সেখানে কি হয়েছি তা জানি না।’
এসব ঘটনায় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, ‘দুপক্ষের উত্তেজনা ঠান্ডা করে ফিরছিলাম। ফেরার পথে বাবুল আক্তার ও শান্ত সাহেবের অফিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সরকারি গাড়ির পেছনে ইট লাগে। এতে পেছনের গ্লাস ভেঙে যায়। এ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। ভাঙা গাড়িটি বর্তমানে থানায় রয়েছে।’

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে পেছন থেকে ছোড়া ইটের ইট-পাটকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ির পেছনের গ্লাস ভেঙে দেওয়া হয়। সরকারি গাড়ি ভাঙচুরের অপরাধে অজ্ঞাতনামা আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে খোকসা পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।
ওসি বলেন, ‘বিকেলে ঘোড়া এবং নৌকা প্রার্থী ও সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। রাতে উভয় পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ানোর পাঁয়তারা করে। ইট-পাথর ছোড়াছুড়ি করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে পৌরবাজার এলাকায় তাঁর (ইউএনও) সরকারি গাড়ির পেছনের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
ওসি আশিকুর রহমান আরও বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তবে রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন। তিনি বলেন, ‘সন্ধ্যায় জানিপুর ইউনিয়নের একতারপুর হোটেল মোড়ে বাবুল আখতারের সমর্থক ও জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সাবেক চেয়ারম্যানের ভাইকে হাতুড়িপেটা করেছে। হয়তো সাবেক চেয়ারম্যানের লোকজন বাবুল আখতারের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এ ঘটনা ঘটতে পারে। আমি বা আমার লোকজন ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নয়।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবুল আখতার তাঁর কর্মী সমর্থকের নিয়ে গড়াই নদের ঘাট পার হয়ে ওসমানপুরে প্রচারণায় যাচ্ছিলেন। আর ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকন তাঁর সমর্থকদের নিয়ে বাজার এলাকায় প্রচারণা করছিলেন। এ সময় খেয়াঘাট এলাকায় দুপক্ষের স্লোগান, বাগ্বিতণ্ডা, কিল-ঘুষি, হাতাহাতির ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী দুলাল, তুষারসহ ৫-৭ জন মারধরের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আরও জানা যায়, বিকেলের ওই ঘটনার পর থেকে উভয় পক্ষের সমর্থক ও নেতা কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। উভয় পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ও তাঁর লোকজনের বিরুদ্ধে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই শরিফুল ইসলাম শরিফকে (৪৫) হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া যায়। আহত শরিফুল জানিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমানের ভাই ও কমলাপুর গ্রামের দেলবার হোসেনের ছেলে। তিনি খোকসা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আক্তারকে মোবাইলে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত বলেন, ‘রাতে নৌকা প্রার্থীর অফিস এলাকায় লোকজনের জমায়েত ও অবরুদ্ধ করার খবর শুনেছিলাম। আমি এবং আমার লোকজন আমার কার্যালয়ে ছিলাম। সেখানে কি হয়েছি তা জানি না।’
এসব ঘটনায় খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, ‘দুপক্ষের উত্তেজনা ঠান্ডা করে ফিরছিলাম। ফেরার পথে বাবুল আক্তার ও শান্ত সাহেবের অফিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সরকারি গাড়ির পেছনে ইট লাগে। এতে পেছনের গ্লাস ভেঙে যায়। এ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। ভাঙা গাড়িটি বর্তমানে থানায় রয়েছে।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে