ঝিনাইদহ প্রতিনিধি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার।
আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, আগামীকাল সকালের দিকে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক তথ্য জানাবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নৌকা প্রতীকের প্রার্থী, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সভায় ঝিনাইদহের তিন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের দুই প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘যেহেতু নৌকা প্রতীকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলেরই অপর এক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সে জন্য স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তিনি সাড়া দিয়ে তা গ্রহণ করেছেন।’
প্রার্থিতা প্রত্যাহারের পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, ‘পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলাম। এখানে কোনো দলীয় চাপ নেই।’
ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম আহমেদ নজরুল ইসলাম দুলালের প্রার্থিতা প্রত্যাহারের পর তাঁকে স্বাগত জানান।
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার।
আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, আগামীকাল সকালের দিকে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক তথ্য জানাবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নৌকা প্রতীকের প্রার্থী, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সভায় ঝিনাইদহের তিন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের দুই প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘যেহেতু নৌকা প্রতীকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলেরই অপর এক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সে জন্য স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তিনি সাড়া দিয়ে তা গ্রহণ করেছেন।’
প্রার্থিতা প্রত্যাহারের পর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বলেন, ‘পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলাম। এখানে কোনো দলীয় চাপ নেই।’
ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম আহমেদ নজরুল ইসলাম দুলালের প্রার্থিতা প্রত্যাহারের পর তাঁকে স্বাগত জানান।
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে